Aamir Khan IPS Officers Bus: IPS অফিসার ভর্তি বাস হঠাত্‍ আমিরের বাড়িতে কেন? VIRAL VIDEO-র সত্যতা রইল

সম্প্রতি আমির খানের নতুন ছবি ‘সিতারে জ়মিন পর’ মুক্তি পেয়েছে, যেটি ইতিমধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছে। ছবির বিশেষ স্ক্রিনিং চালু রয়েছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আমির খান প্রোডাকশন হাউসের তরফে আসতে চলেছে একটি বড় ঘোষণা।

Advertisement
IPS অফিসার ভর্তি বাস হঠাত্‍ আমিরের বাড়িতে কেন? VIRAL VIDEO-র সত্যতা রইলআমির খানের বাড়িতে আইপিএস অফিসাররা
হাইলাইটস
  • আমির খানের বাড়িতে IPS অফিসারদের বাস কেন?
  • একাধিক অফিসার বাসে করে আমিরের বাড়িতে ঢুকছেন
  • বহু প্রতীক্ষিত ‘মহাভারত’ প্রজেক্ট

কয়েকদিন একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে, তা হল, বলিউড অভিনেতা আমির খানের বাড়িতে IPS অফিসার ভর্তি বাস ঢুকছে। হঠাত্‍ এত জন IPS অফিসার কেন আমির খানের বাড়িতে, তা নিয়ে নানা জল্পনা চলছে। জানা যাচ্ছে, ওই বাসে ২৫ জন IPS অফিসার ছিলেন। যদিও আমির খানের অফিস থেকে নির্দিষ্ট সংখ্যাটা জানানো হয়নি। 

আমির খানের বাড়িতে IPS অফিসারদের বাস কেন?

মুম্বইয়ে আমির খানের বাড়িতে সম্প্রতি একটি অদ্ভুত ভিডিও দেখা যায়। একটি বিলাসবহুল বাস ভর্তি আইপিএস অফিসার ঢুকলেন তাঁর বাড়ির ভিতরে। চারদিকে গুঞ্জন, কোনও নতুন সিনেমার জন্য কি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে? কোনও গুরুত্বপূর্ণ মিটিং কি? শেষ পর্যন্ত মুখ খুলল আমির খানের টিম। জানানো হয়েছে, এই ব্যাচের আইপিএস ট্রেনিরা আমির খানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। আমিরও সেই অনুরোধে সাড়া দেন এবং তাঁদের বাড়িতে আমন্ত্রণ জানান। সেখানেই সৌজন্য সাক্ষাৎ হয়।

একাধিক অফিসার বাসে করে আমিরের বাড়িতে ঢুকছেন

সেই মুহূর্তের একটি ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় একাধিক অফিসার বাসে করে আমিরের বাড়িতে ঢুকছেন। এরপর থেকেই নানা জল্পনা শুরু হয়। কিছুদিন আগেই আমিরের বিলাসবহুল গাড়ি নিয়ে খবর চলছিল, সেই সূত্রে তাঁর টিম কিছুটা চিন্তিতও ছিল। তবে সূত্রের খবর, এটা নতুন কিছু নয়। 'সারফরোশ' ছবির পর থেকেই বহু আইপিএস অফিসার আমির খানের সঙ্গে দেখা করতে চেয়েছেন। বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন ব্যাচের আইপিএস অফিসারদের সঙ্গে তাঁর এই রকম সৌজন্য সাক্ষাৎ হয়ে চলেছে।

সম্প্রতি আমির খানের নতুন ছবি ‘সিতারে জমিন পর’ মুক্তি পেয়েছে, যেটি ইতিমধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছে। ছবির বিশেষ স্ক্রিনিং চালু রয়েছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আমির খান প্রোডাকশন হাউসের তরফে আসতে চলেছে একটি বড় ঘোষণা।

Advertisement

আমির অভিনয় করবেন 'কুলি' ছবিতে, যেখানে থাকবেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এছাড়াও পরিচালক লোকেশ কানাগরাজ-এর সঙ্গেও একটি নতুন ছবিতে দেখা যাবে তাঁকে। তবে বড় চমক হচ্ছে, আবারও শুরু হয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ‘মহাভারত’ প্রজেক্ট নিয়ে আলোচনা। জানা যাচ্ছে, এবার এটিকে সিরিজ হিসেবে বানানোর পরিকল্পনা করছেন আমির।

POST A COMMENT
Advertisement