Johnny Lever's Daughter Jamie: বারবার প্রত্যাখ্যান পেয়েছেন, বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন জনি কন্যা জ্যামি

Bollywood Unknown Facts: মায়ানগরী। নিজের স্বপ্নপূরণের তাগিদে দূর দূর থেকে মুম্বইতে পাড়ি দেন বহু মানুষ। লাইট, ক্যামেরা, গ্ল্যামার, সাফল্য ইত্যাদির স্বাদ নিতে দিনের পর দিন সেখানে 'স্ট্রাগল' করেন বহু মানুষ।

Advertisement
বারবার প্রত্যাখ্যান পেয়েছেন,  বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন জনি কন্যা জ্যামি জ্যামি ও জনি

বলিউডের অন্যতম জনপিয় কৌতুক অভিনেতা জনি লিভার। তাঁর মেয়ে জ্যামি লিভার পেশায় অভিনেত্রী। তবে বাবার মতো এখনও সফল নন তিনি। বারবার প্রত্যাখ্যানের পেয়েছেন। ছোট থেকে কম হেনস্থা সহ্য করতে হয়নি জেমিকে। সেসব স্মৃতি এখনও তরতাজা। এবার বলিউডের কালো দিক নিয়ে মুখ খুললেন জ্যামি।  

মায়ানগরী। নিজের স্বপ্নপূরণের তাগিদে দূর দূর থেকে মুম্বইতে পাড়ি দেন বহু মানুষ। লাইট, ক্যামেরা, গ্ল্যামার, সাফল্য ইত্যাদির স্বাদ নিতে দিনের পর দিন সেখানে 'স্ট্রাগল' করেন বহু মানুষ। কেউ সফল হন, আবার কেউ আশাহত হয়ে হাল ছেড়ে ফিরে যান। এর মধ্যে যাদের পরিবারের কেউ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকেন, তারা প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে থাকেন শুরু থেকে। তবে সবার, বা বলা ভাল সব 'স্টারকিড'দের ভাগ্য যে  সোনায় মোড়ানো থাকে তা কিন্তু নয়।

দূর থেকে যেই বি-টাউনকে চকচকে, স্বপ্নের মতো লাগে, তা আদতে কি সত্যিই এতটা সুন্দর? এবার সেই ভুলই ভাঙলেন জ্যামি। বলিউডের কালো দিক সম্পর্কে সকলকে পরিচয় করালেন। জানালেন, কীভাবে তিনি স্বজনপোষণের শিকার হচ্ছেন এবং নিয়মিত অডিশন দেওয়ার পরেও প্রত্যাখ্যানের মুখোমুখি হচ্ছেন। 

কেন জ্যামি প্রত্যাখ্যানের মুখোমুখি হচ্ছেন?

সংবাদমাধ্যমকে জ্যামি বলেন, "আমি আজকাল এটি খুব কাছে থেকে দেখতে পাচ্ছি। স্বজনপোষণের সন্তান এবং একজন অভিনেতার সন্তান হওয়ার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আমার মনে হয়, আমি একজন অভিনেতার মেয়ে। আমিও এটি অনুভব করি। আমার জার্নি আমার বাবার থেকে অনেক আলাদা। স্বজনপোষণের সন্তানদের জার্নি আলাদা ধরণের। তাঁদের ক্ষমতা এবং সুযোগ আছে। নিজেদের প্রতিভা প্রমাণ করতে না পারলেও তাঁরা সুযোগ পায়।"  

তিনি যোগ করেন, "এই একটা জিনিস আমি ইন্ডাস্ট্রিতে খুব কাছে থেকে জানতে এবং চিনতে পেরেছি। কিন্তু আমার জার্নি অন্যদের থেকে অনেক আলাদা। আমি এই ইন্ডাস্ট্রির সন্তান, কিন্তু পার্থক্যটা আমি বুঝতে পারি। আমার বাবা আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন। অনেক মানুষই রুপোলী থালায় সাজানো জিনিস পায়। কোনও কঠোর পরিশ্রম ছাড়াই, তাঁদের ছবিতে মুখ্য চরিত্রে কাজ করার সুযোগ অফার দেওয়া হয়। কিন্তু আমাদের মতো কিছু মানুষ ইন্ডাস্ট্রিতে আছেন, যারা অসংখ্য অডিশন দিয়ে এবং এখনও প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েও এগিয়ে চলেছেন। যদি রুপোর থালায় কিছু পরিবেশন করা হয়, তাহলে আপনাকে আপনার সর্বস্ব দিতে হবে। যতটা সম্ভব প্রশিক্ষণ নিয়ে, নিজের সেরাটা দিতে হবে। আমার বাবা আমাকে বলেছিলেন যে, যদি ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাও, তাহলে সেরা হও এবং অন্যান্য বিষয় নিয়ে চিন্তা করবে না।"

Advertisement

প্রসঙ্গত, হিন্দি ছবি ও টেলিভশনে কাজ করেন জ্যামি লিভার। লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন তিনি। স্ট্যান্ড আপ কমিডিয়ান রূপেও পরিচিত তিনি। 'কিস কিসকো পেয়ার করু', 'হাউজফুল ৪', 'ভূত পুলিশ'-র মতো বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তিনি। এছাড়াও 'পপ কৌন' ওয়েব সিরিজেও দেখা করেছেন জ্যামি। 
 

POST A COMMENT
Advertisement