মুম্বইয়ের লোকাল ট্রেনে চড়তে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেত্রী কারিশমা শর্মা। চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসার পর বর্তমানে তিনি থেকে সুস্থ আছেন এবং হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও ব্যথা ও চোটের যন্ত্রণা ভোগ করছেন তিনি।
কী ঘটেছিল সেদিন?
১২ সেপ্টেম্বর শুটিংয়ের কাজে চার্চগেট যাওয়ার জন্য লোকাল ট্রেনে উঠেছিলেন অভিনেত্রী। তিনি তখন শাড়ি পরেছিলেন। প্রথমে একাই ট্রেনে ওঠেন, কিন্তু তাঁর বন্ধুরা ট্রেনে উঠতে পারেননি। ট্রেন ছাড়তে শুরু করতেই আতঙ্কিত হয়ে কারিশমা চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এর জেরে তাঁর মাথা ও পিঠে গুরুতর চোট লাগে। শরীরের বিভিন্ন অংশেও আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কী বললেন অভিনেত্রী?
ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে ভক্তদের আশ্বস্ত করেছেন কারিশমা। তিনি লিখেছেন, 'অবশেষে আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ডাক্তার জানিয়েছেন, আঘাত গভীর নয়। তবে কিছুদিন ব্যথা থাকবে। এটা সত্যিই কঠিন ও ভীতিকর অভিজ্ঞতা ছিল। আমি ভাগ্যবান যে আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থন পেয়েছি। সত্যিই, এটাই আমাকে শক্তি দিয়েছে। আমার মাও সঙ্গে সঙ্গেই বিমানে উঠে এসে পাশে থেকেছেন। তাঁকে অসংখ্য ধন্যবাদ।'
করিশমা শর্মা কে?
করিশমা শর্মা টেলিভিশন থেকে বলিউডে পা রেখেছেন। তিনি ‘রাগিনী এমএমএস রিটার্নস’, ‘পেয়ার কা পঞ্চনামা’ এবং ‘উজঢ়া চমন’-এর মতো কাজের জন্য পরিচিত। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী নাসিরুদ্দিন শাহের ছেলে ভিভান শাহের সঙ্গে সম্পর্কেও ছিলেন বলেও খবর রটেছিল।