
'ধামাকা' লুকে কার্তিক আরিয়ান (ছবি - ইনস্টাগ্রাম)রাম মাধওয়ানির নতুন ছবি 'ধামাকা'-তে মুখ্য চরিত্রে কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। ২২ নভেম্বর ৩০-এ পা দিলেন অভিনেতা। ভক্তদের থেকে জন্মদিনের প্রচুর শুভেচ্ছা পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এবার ভক্তদের রিটার্ন গিফট দিলেন কার্তিক। প্রকাশ করলেন তাঁর ধামাকা লুক।
রনি স্ক্রুওয়ালার আরএসভিপি এবং রাম মাধওয়ানির প্রযোজনায় তৈরি হচ্ছে ধামাকা। ছবিটির পরিচালনায় রাম মাধওয়ানি নিজে। জন্মদিনে কার্তিক এই ছবির মোশন পোস্টার শেয়ার করেছেন তাঁর সোশ্যাল পেজে। ক্যাপশনে লিখেছেন, ''আজ আমার জন্মদিন। 'ধামাকা' তো হতেই হবে।''
২২ নভেম্বর, রবিবার, ৩০-এ পা দিলেন কার্তিক (Kartik Aaryan)। তাই জন্মদিনে ধামাকা-দার উপহার। ধামাকার মোশন পোস্টারে দেখা যাচ্ছে, কাঁচের জানালার বাইরে তাকিয়ে রয়েছেন কার্তিক। ওপাশে জ্বলছে একটা ব্রিজ। চশমা, দাড়ি এবং একটু বড় চুলে কার্তিক একেবারে ভিন্ন লুকে ধরা দিয়েছেন।
'নীরজা' এবং 'আরিয়া'-র সাফল্যের পরে পরিচালক প্রযোজক রাম মাধওয়ানির নতুন ছবি 'ধমাকা'। জানা যাচ্ছে, মুম্বইয়ের সন্ত্রাস হামলা ছবির বিষয়। একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। রাম মাধওয়ানির সঙ্গে কার্তিক আরিয়ানের প্রথম প্রোজেক্ট এটি। ছবিটি সম্পর্কে অন্যান্য তথ্য এখনও প্রকাশ করা হয়নি নির্মাতাদের তরফ থেকে।

রনি স্ক্রুওয়ালার আরএসভিপি এবং রাম মাধওয়ানি ফিল্ম প্রযোজনা করবে এই ছবি। রনি এর আগে 'রঙ দে বসন্তী', 'উরি', 'যোধা আকবর', 'স্বদেশ', 'রাজনীতি', 'বরফি'-র মত এমন ছবি করে সাফল্য অর্জন করেছেন। এই ছবি প্রোজেক্ট সম্পর্কে তিনি বলেছেন, "আমি রাম ও কার্তিকের সঙ্গে কাজ করার জন্য বেশ উচ্ছ্বসিত। প্রথমবার এমন কোলাবোরেশন। আশা করছি সব ভাল হবে।''
অন্যদিকে কার্তিক আরিয়ান প্রথমবার থ্রিলার ধর্মী ছবিতে। তাঁর কথায়, "ধামাকা আমার কাছে যাদু স্ক্রিপ্টের মত। অভিনেতা হিসাবে আলাদা করে নিজেকে প্রমাণ করার সুযোগ।
ধামাকা যে দর্শকের কাছে অন্যরকম 'ধামাকা'দার হবে তেমনটাই আশা সকলের।