Dawood Ibrahim : ফের বলিউড ও রাজনীতির সঙ্গে দাউদের যোগ, মাদক পার্টিতে যেতেন বড় বড় অভিনেত্রী

aajtak-এর হাতে আসা গোপন নথি অনুসারে যেসব নাম প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে আছে, বলিউড অভিনেত্রী নোরা ফতেহি, শ্রদ্ধা কাপুর, তার ভাই সিদ্ধার্থ কাপুর, প্রাক্তন এনসিপি বিধায়ক জিশান সিদ্দিকি, র‍্যাপার লোকা।

Advertisement
ফের বলিউড ও রাজনীতির সঙ্গে দাউদের যোগ, মাদক পার্টিতে যেতেন বড় বড় অভিনেত্রীDawood
হাইলাইটস
  • aajtak-এর হাতে আসা গোপন নথি অনুসারে একাধিক বলিউড তারকা আছে তালিকায়
  • রয়েছে দুই অভিনেত্রীর নামও

ফের সামনে এল বলিউড ও রাজনীতির সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ। উঠে আসছে দাউদ ইব্রাহিমের নামও। মুম্বই পুলিশের অ্যান্টি নারকোটিক সেল দুবাইয়ে দাউদের সহযোগী সেলিম দোলার একটি মাদক সিন্ডিকেটের সন্ধান পেয়েছে। গোয়েন্দাদের দাবি, সেই সিন্ডিকেটের জাল দেশের সাত থেকে আটটি রাজ্যে বিস্তৃত। মেফেড্রোন, মিয়াও মিয়াও এবং আইসের মতো মাদক পাচার করত সেই সিন্ডিকেট। 

গোটা ঘটনা সামনে আসে সেলিম দোলার ছেলেকে জিজ্ঞাসাবাদের পর। চলতি বছরের অগাস্টে সংযুক্ত আরব আমিরশাহি থেকে তাকে ভারতে প্রত্যাবর্তণ করানো হয়েছিল। তার কাছ থেকেই তদন্তকারীরা জানতে পারেন, বলিউডের নামজাদা অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও প্রযোজকরা তার ড্রাগ পার্টিতে অংশ নিয়েছিল। এই পার্টিতে ব্যবহার করা হয়েছিল মেফেড্রোন ও অন্য একাধিক সিন্থেটিক ড্রাগ। 

aajtak-এর হাতে আসা গোপন নথি অনুসারে যেসব নাম প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে আছে, বলিউড অভিনেত্রী নোরা ফতেহি, শ্রদ্ধা কাপুর, তার ভাই সিদ্ধার্থ কাপুর, প্রাক্তন এনসিপি বিধায়ক জিশান সিদ্দিকি, র‍্যাপার লোকা, চলচ্চিত্র নির্মাতা আব্বাস-মাস্তান, মডেল আলিশা পার্কার (দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের সন্তান) এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ওরি ওরফে ওরহান।   

প্রাপ্ত তথ্য অনুসারে, জিজ্ঞাসাবাদের সময় তাহির দোলা জানায়, এই সব অভিনেতা-অভিনেত্রীরা মুম্বই শুধু নয়, গোয়ায় মাদক পার্টিতেও যোগদান করে। দুবাই এবং থাইল্যান্ডেও তাদের যাতায়াত ছিল। সেখানে ভারতীয় ব্যবসায়ীদের মাধ্যমে মাদক সরবরাহ করা হত।

এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির সন্দেহ, এই মাদক পাচার থেকে প্রাপ্ত অর্থ হাওয়ালা এবং রিয়েল এস্টেটের মাধ্যমে পাচার করা হচ্ছিল। মনে করা হচ্ছে, মুম্বই ক্রাইম ব্রাঞ্চ খুব শিগগিরই অভিযুক্তদের সমন পাঠিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবে। 
 

POST A COMMENT
Advertisement