Orry Summoned: মাদক মামলায় এবার সমন ওরিকে, চক্রে জড়িত বলি সেলেবরাও!

মুম্বই পুলিশ খবর পায়, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বন্ধু সেলিম দোলা একটি মাদক সিন্ডিকেট চালাচ্ছে। এই সিন্ডিকেট দেশের ৭-৮টি রাজ্যে মেফেড্রোন, মিউ মিউ এবং আইসের মতো মাদক সরবরাহ করে।

Advertisement
মাদক মামলায় এবার সমন ওরিকে, চক্রে জড়িত বলি সেলেবরাও!ওরিকে সমন

বলি অভিনেতা সুশান্ত সিংয়ের মৃত্যুর পর আরব সাগরের তীরে আলোড়ন ফেলেছিল মাদকচক্র। আবারও মাদকের সঙ্গে জড়িয়ে গিয়েছে বলিউড। বেশ কয়েকজন তারকার জড়িত থাকার খবর মিলছে।   সম্প্রতি দুবাইয়ে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গী সেলিম দোলার একটি বড় মাদক সিন্ডিকেটের পর্দাফাঁস করেছে মুম্বই পুলিশের মাদকবিরোধী সেল। ওই ঘটনায় তলব করা হয়েছে ওরিকে।

ওরি পেশায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ২৫২ কোটি টাকার মাদক মামলায় মুম্বই পুলিশ তাঁকে তলব করেছে। ২০ নভেম্বর, বৃহস্পতিবার মাদকবিরোধী সেলের সামনে হাজিরা দেওয়ার কথা ওরির। সময় সকাল ১০টা। ওরির বয়ান রেকর্ডের জন্য ডাকা হয়েছে ঘাটকোপার ইউনিটে। ওরির আগে এই মামলায় নোরা ফাতেহির নামও উঠে আসে। নোরা সোশ্যাল মিডিয়ায় নীরবতা ভেঙে লেখেন,'আমি কোনও পার্টিতে যাই না। আমি টানা কাজ করি। সারাক্ষণই ব্যস্ত থাকি। আমার ব্যক্তিগত জীবন নেই। আমি এই ধরনের লোকদের সঙ্গে কোনও যোগাযোগ রাখি না। অবসরে দুবাইতে নিজের বাড়িতে, সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি'।

মুম্বই পুলিশ খবর পায়, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বন্ধু সেলিম দোলা একটি মাদক সিন্ডিকেট চালাচ্ছে। এই সিন্ডিকেট দেশের ৭-৮টি রাজ্যে মেফেড্রোন, মিউ মিউ এবং আইসের মতো মাদক সরবরাহ করে। বিদেশেও প্রচুর পরিমাণে পাচার হয়। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ছাড়াও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পুরো নেটওয়ার্কের তদন্ত করছে। ইডি সন্দেহ করছে, এই মাদক পাচার থেকে প্রাপ্ত অর্থ হাওয়ালা এবং রিয়েল এস্টেটের মাধ্যমে পাচার করা হচ্ছিল। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ শীঘ্রই অভিযুক্তদের সমন পাঠাবে। জিজ্ঞাসাবাদ করা হবে তাঁদের।

POST A COMMENT
Advertisement