Punam Pandey: লভ-কুশ রামলীলায় মন্দোদরী চরিত্রে কাস্ট হলেন পুনম পান্ডে, প্রতিবাদ হিন্দু পরিষদের

লভ কুশ রামলীলা নাটককে কেন্দ্র করে বিতর্ক। দিল্লির রামলীলায় ‘মন্দোদরী’র চরিত্রে অভিনয়ের জন্য কাস্ট করা হল অ্যাডাল্ট অভিনেত্রী পুনম পাণ্ডেকে। আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই ঘোর আপত্তি তুলল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)।

Advertisement
লভ-কুশ রামলীলায় মন্দোদরী চরিত্রে কাস্ট হলেন পুনম পান্ডে, প্রতিবাদ হিন্দু পরিষদেররামলীলায় পুনম পাণ্ডের কাস্টিং নিয়ে বিতর্ক।
হাইলাইটস
  • দিল্লির রামলীলায় ‘মন্দোদরী’র চরিত্রে অভিনয়ের জন্য কাস্ট করা হল অ্যাডাল্ট অভিনেত্রী পুনম পাণ্ডেকে।
  • সিদ্ধান্তের বিরুদ্ধেই ঘোর আপত্তি তুলল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)।
  • আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে আয়োজকদের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন। তাঁ

লভ কুশ রামলীলা নাটককে কেন্দ্র করে বিতর্ক। দিল্লির রামলীলায় ‘মন্দোদরী’র চরিত্রে অভিনয়ের জন্য কাস্ট করা হল অ্যাডাল্ট অভিনেত্রী পুনম পাণ্ডেকে। আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই ঘোর আপত্তি তুলল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। VHP র দিল্লি শাখার সুরেন্দ্র কুমার গুপ্তা আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে আয়োজকদের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন। তাঁর কথায়, 'রামলীলা কেবল নাট্যমঞ্চ নয়, এটা ভারতীয় সমাজ ও সংস্কারের জীবন্ত প্রতিচ্ছবি। ইউনেস্কো রামলীলাকে আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। তাই চরিত্র বাছাইয়ে দর্শকদের আবেগ ও সাংস্কৃতিক মানদণ্ডকে গুরুত্ব দেওয়াটা জরুরি।'

ভিএইচপি–র আপত্তি কেন?
সংগঠনের দাবি, রামায়ণ ভিত্তিক চরিত্রে কেবল অভিনয় দক্ষতাই যথেষ্ট নয়। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে সাংস্কৃতিক গুরুত্বটা মাথায় রাখা উচিৎ। সেই সঙ্গে সাধারণ দর্শকের ভক্তির দিকটিও ভাবা প্রয়োজন। প্রতিবাদীদের কথায়, ‘মন্দোদরী’ চরিত্রর একটি মর্যাদা রয়েছে। তিনি সংযম ও আদর্শ স্ত্রীর চরিত্রের প্রতীক। তাই এই ভূমিকায় এমন শিল্পীর থাকা উচিত যিনি সেই ভাবমূর্তির সঙ্গে মানানসই।

পুনম পাণ্ডের অতীত জীবন ঘিরে বিতর্কের শেষ নেই। জনসমাজে তাঁর ইমেজ নিয়েও প্রশ্ন তুলছেন প্রতিবাদীরা। তাঁদের দাবি, এর ফলে ভক্তদের মধ্যে বিভ্রান্তি বা আক্রোশ তৈরি হতে পারে।

বিকল্প প্রস্তাবও দিয়েছে সংগঠন। তাদের মতে, এই চরিত্রে এমন অভিনেত্রীরই থাকা উচিত যাঁর নাটকে অভিনয়ের দীর্ঘ অভিজ্ঞতা আছে। এর পাশাপাশি জনসমাজে গ্রহণযোগ্য ভাবমূর্তি রয়েছে।

সুরেন্দ্র গুপ্তা স্পষ্ট জানিয়েছেন, 'কোনও শিল্পীর ব্যক্তিগত বিরোধিতা করাটা আমাদের উদ্দেশ্য নয়। বরং আমরা চাই, রামায়ণ সংক্রান্ত যে কোনও পবিত্র মঞ্চায়নে যেন সংস্কৃতি ও ধর্মবিশ্বাস অটুট থাকুক। রামলীলার মূল উদ্দেশ্য ধর্ম, নৈতিকতা ও সংস্কারকে জাগ্রত করা। প্রতিটি সিদ্ধান্তে যেন সেই ভাবনা প্রতিফলিত হয়।'

পুনম পাণ্ডের প্রতিক্রিয়া
অভিনেত্রী পুনম পাণ্ডে লভ কুশ রামলিলা কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, 'এই ঐতিহাসিক এবং পবিত্র অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি গর্বিত। রামলীলা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের উদযাপন। আমি গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে এই নাটকে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছি।'

Advertisement

POST A COMMENT
Advertisement