বলিউডে এন্টারটেইনমেন্ট কুইন নামে পরিচিত রাখি সাওয়ান্ত একাধিক কারণে বিতর্কের শিরোনামে থাকেন। তবে সবচেয়ে বেশি অভিনেত্রী যে কারণে বিতর্কে থাকেন তা হল সম্পর্কের টানা পোড়েন। নিজের ব্যক্তিগত জীবনের জন্য একাধিক সময়ে শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর সঙ্গী আদিল দুরানির সঙ্গে আইনিভাবে বিয়ে সেরেছেন রাখি। এই খবর তিনি প্রকাশ্যেই ছবি পোস্ট করে জানিয়েছেন। কিন্তু আদিল-রাখির বিয়ে নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি রাখি একটি ভিডিও তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যেখানে তাঁকে হিজাব পরে থাকতে দেখা গিয়েছে।
হিজাব পরে ভিডিও শেয়ার
রাখির শেয়ার করা ভিডিওতে তাঁকে লাল রঙের হিজাব পরে থাকতে দেখা গিয়েছে। তবে এই ভিডিওতে অভিনেত্রী তাঁর দুঃখে ভরা জীবনের কথাও তুলে ধরেছেন। এই ভিডিওতে রাখি নিজের হিজাব পরা ছবির সঙ্গে আদিলের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ফুটেজ ও নিজের কিছু ছোট ছোট ক্লিপিংস যুক্ত করেছেন। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেটা চলছে তা খুবই বেদনাদায়ক।
ধর্ম বদল করেন রাখি
রাখির এই শেয়ার করা ভিডিওর মাধ্যমে তিনি বলতে চাইছেন যে তিনি একজন মানুষ, তাঁরও দুঃখ-কষ্ট হয়। রাখি আদিলের সঙ্গে বিয়ে করার জন্য নিজের ধর্মও পরিবর্তন করেছেন।
নাম বদলে ফেলেছেন অভিনেত্রী
এমনকী রাখি নিজের নামও বদলে ফেলেছেন। অভিনেত্রীর শেয়ার করা রেজিস্ট্রির শংসাপত্রে দেখা গিয়েছে রাখী যেখানে সই করেছেন সেখানে তাঁর নামের পাশেই লেখা ফতিমা। কিন্তু এতকিছুর পরও রাখি বিবাহিত জীবন কাটাতে পারছেন না আদিলের সঙ্গে।
আরও পড়ুন : Rakhi Sawant Marriage: অসুস্থ মা হাসপাতালে, আড়ালে দ্বিতীয় বিয়ে সারলেন রাখি
রাখি-আদিলের বিয়ে নিয়ে জটিলতা
শোনা যাচ্ছে, আদিল এখনও রাখির সঙ্গে করা এই নিকাহ তিনি স্বীকার করেননি। যা নিয়ে অভিনেত্রী নিজেও খুব বিব্রত হয়ে রয়েছেন। এর আগে শোনা গিয়েছিল যে রাখি সাতমাস আগে আদিলের সঙ্গে বিয়ে করে নিলেও আদিলের পরিবারের পক্ষ থেকে রাখিকে মানতে অস্বীকার করা হয়েছে এবং আদিল তাঁর বাড়ির লোকজনকে মানাচ্ছেন। বারংবার প্রেম-বিয়ে নিয়ে জটিলতার সম্মুখীন হতে হয়েছে রাখিকে।
বারংবার মন ভেঙেছে রাখির
বারংবার প্রেম এসেছে অভিনেত্রীর জীবনে। কিন্তু সেই প্রেম বেশিরভাগ সময়েই স্থায়ী হয়নি। আদিলের আগে রাখি সাওয়ান্ত বিয়ে করেন ব্যবসায়ী রীতেশকে। বিগ বসেও রাখি তাঁর প্রথম স্বামীকে নিয়ে আসেন। কিন্তু বিগ বস শেষ হতেই রাখি ঘোষণা করেন রীতেশ ও তিনি আলাদা থাকছেন। এখানেই শেষ নয়, কখনও সোশ্যাল মিডিয়া স্টার দীপক হালালের প্রেমে পড়েছেন রাখি আবার কখনও বা অভিষেক অবস্তীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। বেশ কিছু বছর আগে অনুষ্ঠিত হয়েছিল রাখির সয়ম্বর। সেখান থেকে তিনি জীবনসঙ্গী রূপে বেছে নিয়েছিলেন ইলেশ পারুজনওয়ালাকে। বাগদান পর্যন্ত ব্যাপারটি এগোলেও তাঁদের বিয়ে হয়নি। ভেঙে গিয়েছিল সম্পর্ক।