Rakhi Sawant: আদিল-রাখি সাওয়ান্তের Liplock, ইন্টারনেটে VIRAL

রাখি সাওয়ান্ত যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেখানে তাঁকে স্বামী আদিলের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছে। রাখি-আদিলের এই ভিডিও পুরনো হলেও তা এখন বেশি করে ভাইরাল হয়েছে। কারণ রাখি ও আদিল সদ্যই বিয়ে করেছেন।

Advertisement
আদিল-রাখি সাওয়ান্তের Liplock, ইন্টারনেটে VIRALরাখী সাওয়ান্ত ও আদিল খান দুর্রানি ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • সম্প্রতি অভিনেত্রী তাঁর স্বামী আদিলের সঙ্গে একটি ভিডিও পোস্ট করে তাঁর অনুগামীদের হতচকিত করে দেন।
  • যে ভিডিও দেখে নেটিজেনরা অবাক হয়ে গিয়েছেন।
  • রাখী-আদিলের এই ভিডিও পুরনো হলেও তা এখন বেশি করে ভাইরাল হয়েছে।

এন্টারটেইনমেন্ট কুইন রাখি সাওয়ান্ত এখন দারুণ ফুরফুরে মেজাজে রয়েছেন। আর তা হবে নাই বা কেন বলুন বহু সাধ্য-সাধনার পর রাখির জীবনে অবশেষে প্রেম এসেছে। আর সেই প্রেম বিয়েতে পরিণত হয়েছে কয়েকমাস আগেই। রাখি সাওয়ান্ত বিয়ে করেছেন তাঁর প্রেমিক আদিল খান দুর্রানির সঙ্গে। রাখি নিজেই জানিয়েছেন যে এই বিয়ে তাঁদের সাতমাস আগেই হয়ে গিয়েছে। অভিনেত্রী শুধুমাত্র এই বিষয়টি এখন প্রকাশ্যে এনেছেন। প্রথমদিকে আদিল নিজেও অস্বীকার করেছিলেন এই বিয়ের বিষয়টি। কিন্তু এখন একটি সাক্ষাৎকারে তিনিও স্বীকার করে নেন যে তাঁরা বিয়ে করেছেন। তবে আদিলের পরিবার এখনও রাখিকে মেনে নেননি। আদিল তাঁর পরিবারকে রাজি করানোর জন্য কথাবার্তা বলছেন। 

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় রাখি

রাখি সর্বদাই তাঁর ভক্ত হৃদয়ে জায়গা তৈরি করার জন্য সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি-ভিডিও পোস্ট করে থাকেন। বিয়ের পরও তিনি একইভাবে ছবি-ভিডিও পোস্ট করে চলেছেন। সম্প্রতি অভিনেত্রী তাঁর স্বামী আদিলের সঙ্গে একটি ভিডিও পোস্ট করে তাঁর অনুগামীদের হতচকিত করে দেন। যে ভিডিও দেখে নেটিজেনরা অবাক হয়ে গিয়েছেন। 

পুরনো ভিডিও পোস্ট রাখির

রাখি সাওয়ান্ত যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেখানে তাঁকে স্বামী আদিলের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছে। রাখি-আদিলের এই ভিডিও পুরনো হলেও তা এখন বেশি করে ভাইরাল হয়েছে। কারণ রাখি ও আদিল সদ্যই বিয়ে করেছেন। এই ভিডিও একটি ব্র্যান্ডের ফটোশুটের সময় তোলা বলে জানা গিয়েছে। 

রাখি ও আদিলের ভাইরাল ভিডিও


এই ভিডিওতে রাখি সাওয়ান্ত গোলাপি রঙের অফ শোল্ডার থাই হাই স্লিট গাউন পরেছেন। তাঁর চুলে রঙ করা। ভারী মেকআপ ও সিলভার রঙের হিলস তাঁর পুরো লুকসকে সম্পূর্ণ করেছে। অপরদিকে, আদিল খান দুরানি ব্রাউন রঙের শিমারি স্যুট পরে রয়েছেন। দু'জনেই একে-অপরের খুব কাছাকাছি রয়েছেন। আর এই ভিডিওতে শেষপর্যন্ত রাখি ও আদিলের চুম্বনও নজরে আসবে। যদিও আদিলের মুখের হাসি বলে দিচ্ছে যে তিনি রাখির এই কাণ্ডকীর্তিতে একটু লজ্জিত হয়ে পড়েছেন। কিন্তু রাখি সাওয়ান্ত খোলাখুলিভাবে নিজের অনুভূতি প্রকাশ করতেই ভালোবাসেন। 

Advertisement

সাতমাস আগেই বিয়ে করে নেন রাখি


রাখী সাওয়ান্ত ও আদিল খান দুর্রানি সাতমাস আগেই আইনিভাবে বিয়ে সেরে নিয়েছেন। রাখীর এটা দ্বিতীয় বিয়ে। এর আগে রাখী সাওয়ান্তকে তাঁর প্রাক্তন স্বামী রীতেশের সঙ্গে বিগ বসের বাড়িতে দেখা গিয়েছিল। 

আরও পড়ুন: Rakhi Sawant Marriage: অসুস্থ মা হাসপাতালে, আড়ালে দ্বিতীয় বিয়ে সারলেন রাখি

    প্রথম বিয়ে টেকেনি রাখির


    ব্যবসায়ী রীতেশের সঙ্গে রাখীর বিয়ে হয় খুবই গোপনভাবে। শুধু তাই নয়, বিয়ের পর রীতেশ কখনই প্রকাশ্যে আসেন না। তবে গত বছর বিগ বসে রাখীর সঙ্গে এন্ট্রি নেন রীতেশ। কিন্তু শোয়ের মধ্যেই রাখীর সঙ্গে রীতেশের ঝামেলা শুরু হয়ে যায়। বিগ বসের বাইরে আসার কিছুদিনের মধ্যেই রাখী ও রীতেশ আলাদা হয়ে যান। এরপরই রাখীর সঙ্গে আদিল খান দুর্রানির আলাপ হয়। আদিল ও রাখী কিছুদিন ডেট করার পরই বিয়ে করে নেন। গত সাতমাস ধরে তাঁরা একসঙ্গে থাকছেন। যদিও আদিলের পরিবার এখনও রাখীকে মেনে নেননি। 

    ড্রামা কুইন রাখি সাওয়ান্ত


    বলিউডে ড্রামা কুইন নামে পরিচিত রাখী সাওয়ান্তকে বহু সিনেমায় কাজ করতে দেখা গিয়েছে। তবে রাখী বেশিরভাগ সময় তাঁর কীর্তি কলাপের দরুণ বিতর্কের শীর্ষে থাকেন। বিগ বসের শোতে একাধিকবার দেখা গিয়েছে
    রাখী সাওয়ান্তকে। বিয়ের আগেও আদিলের সঙ্গে রাখীকে বহু জায়গায় দেখা যায়। পাপারাৎজিদের ক্যামেরায় পোজ দিতে ক্লান্ত হন না রাখী। বহুবার সম্পর্কে জড়িয়েও তা ভেঙে যায়। তাই রাখী বরাবরই অভিযোগ করতেন যে তাঁর জীবনে সত্যিকারের ভালোবাসার খুব অভাব। তবে আদিলের সঙ্গে বিয়ের পর হয়ত রাখীর এই অভিযোগ দূর হতে পারে। অবশ্য তা বলবে শুধু সময়। 

     

    POST A COMMENT
    Advertisement