Ramayana Budget: ৪০০০ কোটির 'রামায়ণ'! ভারতীয় ছবিতে প্রথমবার ব্যবহার হবে AI

Ramayana Budget: নেটমাধ্যমেও চর্চার কেন্দ্রবিন্দুতে এই ছবি। অনেকেই বড় পর্দায় দেখার জন্য আগ্রহী। নীতেশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মালহোত্রা-যশ প্রযোজিত এই ছবি সম্পর্কে প্রতি নিয়ত নতুন নতুন আপডেট আসছে।

Advertisement
৪০০০ কোটির 'রামায়ণ'! ভারতীয় ছবিতে প্রথমবার ব্যবহার হবে AI

বলিউডের বিগ বাজেট এবং বহু প্রতীক্ষিত ছবি 'রামায়ণ'-র প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। নেটমাধ্যমেও চর্চার কেন্দ্রবিন্দুতে এই ছবি। অনেকেই বড় পর্দায় দেখার জন্য আগ্রহী। নীতেশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মালহোত্রা-যশ প্রযোজিত এই ছবি সম্পর্কে প্রতি নিয়ত নতুন নতুন আপডেট আসছে। তবে নতুন একটি খবরে চমকে গিয়েছেন সকলেই। এমকী আপনার চক্ষুও চড়ক গাছ হতে পারে। 

৪০০০ কোটি টাকা

আগে শোনা গিয়েছিল যে, 'রামায়ণ' ফ্র্যাঞ্চাইজির মোট বাজেট ১৬০০ কোটি টাকা। 'রামায়ণ' পার্ট ১-র বাজেট প্রায় ৯০০ কোটি টাকা হলেও, দ্বিতীয় পার্টের বাজেট ৭০০ কোটি টাকা রাখা হয়েছে। কিন্তু এখন নতুন তথ্য অনুসারে, এই ছবির বাজেট এর চেয়ে অনেক বেশি। ছবির এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, নীতেশ তিওয়ারির এই ছবিটির বাজেট, এখনও পর্যন্ত ভারতীয় ছবির মধ্যে সর্বোচ্চ। এই ছবির বাজেট নাকি প্রায় ৫০ কোটি ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪০০০ কোটি টাকা। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, এই ছবিটি আন্তর্জাতিক স্তরে তৈরি হচ্ছে এবং দুটি অংশই তৈরি হওয়ার সময় এর বাজেট ৪০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। নির্মাতারা এর জন্য বিশ্বমানের ভিএফএক্স এবং স্পেশাল এফেক্ট ব্যবহারের পরিকল্পনা করছেন।

এআই ব্যবহার করা হবে

বিটাউনের খবর অনুসারে, 'রামায়ণ' এআই-ডাবিং প্রযুক্তির সঙ্গেও সংযুক্ত থাকবে, যাতে দর্শকেরা এটি যে কোনও স্থানীয় ভাষায় দেখতে পারেন। এটি ভারতীয় সিনেমার প্রথম ছবি যেখানে এআই প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকবে। ৮ বারের অস্কারজয়ী ভিএফএক্স স্টুডিও ডিএনইজি এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের সহযোগিতায় নির্মিত হচ্ছে 'রামায়ণ'। 

সব ঠিক থাকলে, 'রামায়ণ'-র প্রথম অংশ মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় অংশটি ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা। এই ছবিতে রণবীর কাপুর এবং সাই পল্লবী রাম ও সীতার ভূমিকায় অভিনয় করছেন। যশকে দেখা যাবে রাবণের চরিত্রে। এছাড়াও, লক্ষ্মণের ভূমিকায় দেখা যাবে রবি দুবে এবং হনুমানের ভূমিকায় থাকছেন সানি দেওল।

Advertisement

 

POST A COMMENT
Advertisement