Attack On Bollywood Celebs: সইফই প্রথম নয়, এর আগেও বারবার হামলার শিকার হয়েছেন এই বলি তারকারা

Bollywood News: সইফের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় উদ্বেগে বি-টাউনের বহু তারকা। এদিন গভীর রাতে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি বলিউড অভিনেতার ওপর হামলা চালায়। এই মুহূর্তে স্তম্ভিত বলিউড। যদিও মায়ানগরীর কোনও তারকার উপর হামলা এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময় আক্রমণের শিকার হয়েছেন অনেকেই।

Advertisement
সইফই প্রথম নয়, এর আগেও বারবার হামলার শিকার হয়েছেন এই বলি তারকারা

শিরোনামে সইফ আলি খান। পতৌদি পরিবারের জন্য ১৬ জানুয়ারির রাত ভয়াবহ ছিল। সইফের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় উদ্বেগে বি-টাউনের বহু তারকা। এদিন গভীর রাতে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি বলিউড অভিনেতার উপর হামলা চালায়। ধারালো বস্তু দিয়ে ৬ বার সইফকে আক্রমণ করে অভিযুক্ত। অভিনেতা নিজেকে এবং পরিবারকে বাঁচানোর সর্বাধিক চেষ্টা করেছিলেন, কিন্তু গুরুতর আহত হন তিনি। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। এই মুহূর্তে তিনি আগের থেকে অনেকটাই সুস্থ এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে। 

এই মুহূর্তে স্তম্ভিত বলিউড। যদিও মায়ানগরীর কোনও তারকার ওপর হামলা এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময় আক্রমণের শিকার হয়েছেন অনেকেই।

সলমন খান

লরেন্স বিষ্ণোই গ্যাং সলমন খানকে বহুবার প্রাণনাশের হুমকি দিয়েছে। এমনকী বলিউড ভাইজানকে লক্ষ্য করে তারা গুলিও ছোড়ে। সলমনের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকীকে হত্যা করে, তারা প্রকাশ্যে শিকার করেছে অপরাধ। গুলশান কুমারের মৃত্যুও একটি বড় শিক্ষা। 

গুলশন কুমার

১৯৯৭ সালে, টি-সিরিজের প্রতিষ্ঠাতা গুলশন কুমারকে গুলি করে হত্যা করা হয়েছিল। যে ঘটনায় গোটা দেশ হতবাক হয়েছিল। মুম্বইয়ের আন্ধেরির একটি মন্দিরের কাছে গুলশনকে তিনজন গুলি করে। শোনা যায়, গুলশনের কাছে আন্ডারওয়ার্ল্ডের হুমকির ফোন আসে। তার থেকে বিপুল পরিমাণ টাকা চাওয়া হয়। যা দিতে রাজি হননি তিনি। এরপরই গুলি করে খুন করা হয় সঙ্গীতশিল্পীকে।  

সঞ্জয় দত্ত

১৯৯৩ সালে বোম্বেতে দাঙ্গার সময় সঞ্জয় দত্তকে লক্ষ্য করে গুলি চলে। কিন্তু তিনি অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পান। এরপর বহু বছর ধরে হুমকি পেতে থাকেন সঞ্জয়। বলা হয়েছিল আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক ছিল।

রাকেশ রোশন

২০০০ সালে, 'কহো না প্যায়ার হ্যায়' ব্লকবাস্টার হিট হয়। সে সময় রাকেশ রোশন আন্ডারওয়ার্ল্ডের টার্গেট হয়েছিলেন। শোনা যায়, আন্ডারওয়ার্ল্ড থেকে তার থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং তা দিতে তিনি প্রত্যাখ্যান করেন। মুম্বইয়ে রাকেশকে দু'বার গুলি করা হয়। কিন্তু অল্পের জন্যে তিনি রক্ষা পান।  

Advertisement

সঞ্জয় লীলা ভান্সালি

২০১৮ সালটা খুব কঠিন ছিল পরিচালক সঞ্জয় লীলা ভান্সালি জন্য। সঞ্জয়ের ছবি 'পদ্মাবত' মুক্তির আগে তাঁর উপরও হামলা চলে। শোনা হয়, করণী সেনার রাজপুত সম্প্রদায় এর পিছনে অভিযুক্ত। তাদের মধ্যে একজন কলাকুশলীদের সামনেই পরিচালককে চড় মারেন।

শাহিদ কাপুর

২০১৪ সালে, কাশ্মীরে 'হায়দার' ছবির শ্যুটিং চলাকালীন শাহিদ কাপুর আক্রমণের শিকার হন। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন ইরফান খান এবং শহিদ কাপুরের দিকে একটি গরম কয়লাছুড়ে মারেন। পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয় এবং অভিনেতাদের রক্ষা করে।

গওহর খান

২০১৪ সালে, গওহর একটি অনুষ্ঠানে গিয়েছিলেন যেখানে একজন ব্যক্তি তাকে মঞ্চে চড় মেরেছিলেন। অভিযুক্তর দাবি, গওহর তার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিলেন। গওহর এক জায়গায় ধর্ম নিয়ে কিছু মন্তব্য করেছিলেন, তার পরেই এই ঘটনা ঘটে। এত কিছুর পরেও, গওহর অনুষ্ঠানের সঞ্চালনা চালিয়ে যান এবং শান্তি বজায় রাখেন।


মোশতাক খান

অভিনেতা মুশতাক খানও অপহরণের শিকার হন। তবে নিজের বুদ্ধিমত্তার জোরে তিনি তার জীবন রক্ষা করে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশের সহায়তায় তিনি মুম্বইতে ফিরতে সক্ষম হন। অপহরণকারীরা মোশতাক খানের কাছ থেকে টাকাও নিয়েছিল।
 

POST A COMMENT
Advertisement