scorecardresearch
 

রাধে একেবারে ভালো ছবি নয়, বললেন সলমনের বাবা সেলিম খান

সংবাদমাধ্যমের তরফ থেকে সেলিম খান-কে জিজ্ঞাসা করা হয়, সলমনের সিনেমায় তাঁর আগেকার সিনেমায় ঝলক দেখা যাচ্ছে কেন? উত্তরে সেলিম বলেন, 'এর আগে সলমনের ছবি ছিল দাবাং ৩। যেটা অনেকটাই আলাদা ধরনের ছবি ছিল। তারও আগে বজরঙ্গি ভাইজান, যেটা ভালো সিনেমা তো ছিলই একই সঙ্গে বেশ খানিকটা আলাদাও ছিল। রাধে একেবারেই ভালো সিনেমা নয়।

বাবা সেলিম খানের সঙ্গে সলমন খান বাবা সেলিম খানের সঙ্গে সলমন খান
হাইলাইটস
  • সমালোচকরা সিনেমা নিয়ে খুব খারাপ রিভিউ দিয়েছেন।
  • IMDb সলমনের সবচেয়ে খারাপ রেটিংওয়ালা ফিল্মের তকমা দিয়েছে রাধে-কে।
  • এ বার ছবির সমালোচক স্বয়ং সলমনের বাবা

দর্শকদের থেকে একেবারেই ভালো প্রতিক্রিয়া মেলেনি। সমালোচকরা রাধে (Radhe) নিয়ে খুব খারাপ রিভিউ দিয়েছেন। IMDb সলমনের (Salman Khan) সবচেয়ে খারাপ রেটিংওয়ালা ফিল্মের তকমা দিয়েছে রাধে-কে। ১০-এর মধ্যে পেয়েছে মাত্র ১.৭! এ বার ছবির সমালোচক স্বয়ং সলমনের বাবা এবং বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান (Salim Khan)। সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানালেন রাধে একেবারেই ভালো ছবি নয়।

সংবাদমাধ্যমের তরফ থেকে সেলিম খান-কে জিজ্ঞাসা করা হয়, সলমনের সিনেমায় তাঁর আগেকার সিনেমায় ঝলক দেখা যাচ্ছে কেন? উত্তরে সেলিম বলেন, 'এর আগে সলমনের ছবি ছিল দাবাং ৩। যেটা অনেকটাই আলাদা ধরনের ছবি ছিল। তারও আগে বজরঙ্গি ভাইজান, যেটা ভালো সিনেমা তো ছিলই একই সঙ্গে বেশ খানিকটা আলাদাও ছিল। রাধে একেবারেই ভালো সিনেমা নয়। কিন্তু বাণিজ্যিক ছবির একটা দায়িত্ব থেকে যায়, যাতে সকলে রোজগার করতে পারে। শিল্পী, প্রযোজক, নিবেদক, এগজিবিটর, সকলেই যাতে বিনিয়োগ করা টাকা ফেরত পান। যিনি সিনেমাটি কেনেন, তাঁকে যে কোনও মূল্যে টাকা ফেরত পাওয়া উচিত। এর উপর নির্ভর করে সিনেমা তৈরি এবং তার ব্যবসা চলতে থাকে। এ হিসাবে দেখলে সলমন পারফর্ম করেছে। সিনেমায় বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন। বাকি রাধে কোনও গ্রেট সিনেমা একেবারেই নয়।'

 

তিনি আরও বলেন, 'ফিল্ম ইন্ডাস্ট্রির আরও একটি বড় সমস্যা হল এখানে ভালো মানের লেখক নেই। এর অন্যতম কারণ আজকের লেখকরা হিন্দি বা উর্দু সাহিত্য পড়েন না। বাইরের কোনও সিনেমা বা লেখা পড়ে তার ভারতীয় সংস্করণ তৈরি করতে লেগে পড়েন। অমিতাভ বচ্চনের জঞ্জির সিনেমা গেম চেঞ্জার ছিল। এই ছবিটি ভারতীয় সিনেমাকে সঠিক রাস্তায় ফেরত নিয়ে এসেছিল। এর পর থেকে সেলিম-জাভেদের বিকল্প এখনও বলিউডে আসেনি। এ অবস্থায় সলমন-ও কী করবে।'