Baliyatra Festival 2025: কটকে শ্রেয়া ঘোষালের কনসার্টে ব্যাপক বিশৃঙ্খলা, ২ জন অজ্ঞান

Baliyatra Festival 2025: কটকের বালিযাত্রা মেলার শেষ দিনে শ্রেয়া ঘোষালের লাইভ কনসার্ট ঘিরে উন্মাদনা। হাজারো দর্শকের ভিড়ে সৃষ্টি হলো হুড়োহুড়ি, অজ্ঞান হলেন দুই দর্শক। পুলিশের তৎপরতায় সামলানো গেল পরিস্থিতি।

Advertisement
কটকে শ্রেয়া ঘোষালের কনসার্টে ব্যাপক বিশৃঙ্খলা, ২ জন অজ্ঞান

Baliyatra Festival 2025: কটকের বার্ষিক বালিযাত্রা উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ছিল শ্রেয়া ঘোষালের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা। শহরের বালিযাত্রা ময়দানে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন তাঁর গান শুনতে। কিন্তু অনুষ্ঠান শুরু হতেই ভিড়ের মধ্যে তৈরি হয় তীব্র চাপা ও বিশৃঙ্খলার পরিস্থিতি। সামনের সারিতে পৌঁছনোর হুড়োহুড়িতে একসময় ভেঙে যায় ব্যারিকেড, আর তাতেই ঘটে হুড়োহুড়ি।

সেই চাপে অন্তত দু’জন দর্শক অজ্ঞান হয়ে পড়েন বলে জানা গেছে। শ্বাসরোধ ও ক্লান্তির কারণে তাঁদের অবস্থা গুরুতর হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ময়দানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাঁদের পাঠানো হয় এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে।

ভিড়ের বিশৃঙ্খলা সামলাতে তৎপরতা দেখায় পুলিশ ও নিরাপত্তাকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে যান টুইন সিটি পুলিশের কমিশনার এস. দেব দত্ত সিং ও অ্যাডিশনাল কমিশনারসহ শীর্ষ আধিকারিকেরা। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুনরায় শুরু হয় অনুষ্ঠান।

শ্রেয়া ঘোষালও কিছু সময়ের জন্য গান থামিয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দর্শকদের শান্ত থাকার অনুরোধ জানান। পরে তিনি আবার গান শুরু করেন, আর জনতাও ধীরে ধীরে স্থির হয়। চোখের সামনে যা ঘটেছে, তা নিয়ে আতঙ্কিত হলেও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। আহত দু’জনকে ছাড়া বড় ধরনের বিপর্যয় এড়ানো গিয়েছে।

এই ঘটনায় আবারও সামনে এল বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিড় নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন উৎসবে আরও কঠোর নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনা প্রোটোকল মানা হবে। ১৩ নভেম্বর ২০২৫ তারিখে বালিযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এই সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়েই।

 

POST A COMMENT
Advertisement