ছেলের প্রথম ছবি শেয়ার করলেন শ্রেয়া, জানালেন নামও

পোস্টে শ্রেয়া লেখেন, 'ইনট্রোডিউসিং দেব্যান মুখোপাধ্যায়। ২২ মে সে আমাদের মধ্যে এসেছে এবং আমাদের জীবন চিরকালের জন্য একেবারে পাল্টে দিয়েছে। জন্মানোর মুহূর্তে ওর প্রথম দেখা আমাদের মন ভালোবাসায় একেবারে কানায় কানায় ভরে উঠেছিল। এমনটা শুধুমাত্র বাবা এবং মা-ই অনুভব করতে পারেন। বিশুদ্ধ অনিয়ন্ত্রিত অপত্য ভালোবাসা।' ছবিতে বাবা-মায়ের হাতে নিশ্চিন্তে ঘুমোতে দেখা যাচ্ছে দেব্যান-কে।

Advertisement
ছেলের প্রথম ছবি শেয়ার করলেন শ্রেয়া, জানালেন নামওশ্রেয়া-শিলাদিত্য
হাইলাইটস
  • বুধবার ২ জুন স্বামী শিলাদিত্যর সঙ্গে ছেলেরও ছবি শেয়ার করলেন তিনি।
  • সাধারণত লাইমলাইট থেকে দূরে থাকাই পছন্দ করেন শিলাদিত্য এবং শ্রেয়া।

সম্প্রতি মা হয়েছেন বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল। বুধবার ২ জুন স্বামী শিলাদিত্যর সঙ্গে ছেলেরও ছবি শেয়ার করলেন তিনি। সাধারণত লাইমলাইট থেকে দূরে থাকাই পছন্দ করেন শিলাদিত্য এবং শ্রেয়া। তবে ছেলের জন্মের আগে থেকে বেবি বাম্পের ছবি শেয়ার করে সকলকে সুখবর দিয়েছিলেন তিনি। ছেলের ছবি শেয়ার করে তার নামও জানিয়েছেন এ দিন।

পোস্টে শ্রেয়া লেখেন, 'ইনট্রোডিউসিং দেব্যান মুখোপাধ্যায়। ২২ মে সে আমাদের মধ্যে এসেছে এবং আমাদের জীবন চিরকালের জন্য একেবারে পাল্টে দিয়েছে। জন্মানোর মুহূর্তে ওর প্রথম দেখা আমাদের মন ভালোবাসায় একেবারে কানায় কানায় ভরে উঠেছিল। এমনটা শুধুমাত্র বাবা এবং মা-ই অনুভব করতে পারেন। বিশুদ্ধ অনিয়ন্ত্রিত অপত্য ভালোবাসা।' ছবিতে বাবা-মায়ের হাতে নিশ্চিন্তে ঘুমোতে দেখা যাচ্ছে দেব্যান-কে।

 

প্রসঙ্গত, গত ২২ মে শনিবার পুত্র সন্তানের জন্ম দেন শ্রেয়া। পোস্ট করে এ খবর জানান তিনি। পোস্টে শ্রেয়া লেখেন, 'God has blessed us with a precious baby boy this afternoon. It’s an emotion never felt before. @shiladitya and I along with our families are absolutely overjoyed. Thank you for your countless blessings for our little bundle of joy.' অর্থাৎ, 'ঈশ্বর আশীর্বাদ হিসাবে পুত্র সন্তান পাঠিয়েছেন। আজ দুপুরেই নতুন অতিথির আগমন হয়েছে। এটা এমন এক আবেগ যা আগে কোনও দিন অনুভব করিনি। শিলাদিত্য আমি এবং আমাদের পরিবার অত্যন্ত আনন্দিত। আপনাদের আশীর্বাদ এবং শুভকামনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।'

এর আগে মার্চ মাসের ৪ তারিখ বেবি বাম্পের ছবি পোস্ট করে সকলকে জানান, শীঘ্রই নতুন অতিথি আসতে চলেছে তাঁদের সংসারে। বেবি বাম্পের একটি ছবি পোস্ট করে শ্রেয়া লেখেন, "ছোট্ট শ্রেয়াদিত্য আসতে চলেছে! আমি ও শিলাদিত্য সকলের সঙ্গে এই সুখবরটি ভাগ করতে পেরে আনন্দিত। আমাদের জীবনের এই নতুন অধ্যায় শুরু করার আগে আপনাদের সকলের শুভেচ্ছা চাই...।" শ্রেয়া ও তাঁর স্বামী শিলাদিত্যর নাম মিলিয়ে তাঁদের হবু সন্তানকে হ্যাশট্যাগ দিয়ে 'শ্রেয়াদিত্য' বলে সম্বোধন করেছেন গায়িকা। খবরটি তিনি জানানোর কয়েক মুহূর্তেই কমেন্ট বক্সে শুভেচ্ছা বার্তায় ভরাচ্ছেন তারকা থেকে ফ্যানেরা।

Advertisement

 

POST A COMMENT
Advertisement