গত বছর থেকে করোনার কঠিন সময়ে সারা দেশের মানুষকে বিনা কোনও প্রশ্নে হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা সোনু সুদ। কত মানুষ তাঁর থেকে উপকার পেয়েছেন, কত মানুষের প্রাণ বেঁচেছে তার কোনও হিসেব নেই। নিজের উদ্যোগে কখনও বাস, কখনও চার্টার্ড ফ্লাইট বুক করে লোকজন নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন দেশ বেসামাল, তখনও নিজে করোনা আক্রান্ত হয়ে মানুষের উপকার করতে ফোনে নিরন্তন যোগাযোগ রেখে চলেছেন সোনু।
হাজার হাজার মানুষ তাঁকে রোজ সাহায্য চেয়ে সোশাল মিডিয়ায় ট্যাগ করে পোস্ট করেন। সমস্যার সমাধান করে তিনি উত্তর দেন সোশাল মিডিয়াতেই। এমনই একটি সাহায্যের খবরে সন্দেহ প্রকাশ করেন ওডিশার গঞ্জামের জেলাশাসক। হাসপাতালের বেড চেয়ে সোনু কাছে সাহায্য চান গঞ্জামের এক ব্যক্তি। বেড জোগার হওয়ার পর সোনু জানিয়ে দেন বেরহামপুরে গঞ্জাম সিটি হাসপাতালে বেড জোগাড় করা গিয়েছে।
Sir, We never claimed that we approached you, it's the needy who approached us & we arranged the bed for him, attatched are the chats for your reference.Ur office is doing a great job & u can double check that we had helped him too.Have DM you his contact details. Jai hind , 🇮🇳 https://t.co/9atQhI3r4b pic.twitter.com/YUam9AsjNQ
— sonu sood (@SonuSood) May 17, 2021
তাতেই সন্দেহ প্রকাশ করে গঞ্জামের জেলা শাসকের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে বলা হয়, 'আমরা সুদ ফাউন্ডেশন বা সোনু সুদের তরফ থেকে কোনও মেসেজ বা কল পাইনি। যিনি সাহায্য চেয়েছিলেন তিনি হোম আইসোলেশনে রয়েছেন। এখন স্থিতিশীল। বেডের কোনও প্রয়োজন নেই। তাঁকে নিয়মিত মনিটর করা হচ্ছে।'
সোনু এর জবাবে জেলাশাসককে লেখেন, 'আমরা কখনও দাবি করিনি যে আমি বা আমার টিম আপনার সঙ্গে যোগাযোগ করেছে। যাঁরা সমস্যায় পড়েছিলেন তাঁরা সাহায্য চেয়েছিলেন এবং আমরা বেড জোগাড় করেছিলাম। আপনার সুবিধার্থে সেই ব্যক্তির সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাপের স্ক্রিনশট দিলাম। আপনার অফিস খুব ভালো কাজ করছে। আপনি ডাবল চেক করতে পারেন যে আমরা ওই ব্যক্তির জন্য বেড জোগাড় করেছিলাম। তাঁর কনট্যাক্ট ডিটেলস আপনাকে ফরওয়ার্ড করলাম। জয় হিন্দ।'
Our intention was not to criticise your system. We have our own TEAM GANJAM to ensure bed availability for patient which work 24*7. Still it’s our duty to investigate if any issues about bed availability. That’s why we cleared the facts. You and your Organization doing great job. https://t.co/nBvIvZR7lM
— Collector & District Magistrate, Ganjam (@Ganjam_Admin) May 17, 2021
যদিও পরে আরও একটি টুইট করে জেলাশাসকের অফিস থেকে সোনু সুদকে লেখেন, 'আপনাদের সমালোচনা করার কোনও উদ্দেশ্য ছিল না। আমাদের নিজস্ব টিম রয়েছে যারা গঞ্জামে বেড জোগাড় করা এবং মনিটরিংয়ের কাজ করে। আমাদের কাজ বেড নিয়ে কোনও সমস্যা হলে তার তদন্ত করা। এর জন্যএই আমরা আগের টুইট করেছইলাম। আপনি এবং আপনার সংস্থার অসম্ভব ভালো কাজ করছে।'