scorecardresearch
 

Sonu Sood: ফ্রান্স থেকে অক্সিজেন প্লান্ট আনছেন সোনু সুদ

করোনা কালে মানুষের হাহাকার যাঁর কানে সবচেয়ে বেশি পৌঁছচ্ছে তিনি সোনু সুদ। গত বছর থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি। কত হাজার-লক্ষ মানুষকে সাহায্য করেছেন নিজেও তা বলতে পারবেন না। অক্সিজেনের অভাব মেটাতে এ বার ফ্রান্স থেকে চারটি অক্সিজেন প্লান্ট উড়িয়ে আনছেন অভিনেতা। এমনটাই জানিয়েছেন তিনি।

Advertisement
সোনু সুদ সোনু সুদ
হাইলাইটস
  • গত বছর করোনা আসার পর দেশের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চেহারা অনেকটাই সামনে এসেছিল।
  • যেটুকু খোলসা হওয়া বাকি ছিল তা করে দিল করোনার দ্বিতীয় ঢেউ।

গত বছর করোনা আসার পর দেশের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চেহারা অনেকটাই সামনে এসেছিল। যেটুকু খোলসা হওয়া বাকি ছিল তা করে দিল করোনার দ্বিতীয় ঢেউ। শুধুমাত্র অক্সিজেনের অভাবে কত মানুষ মারা গেলেন তা গুণে শেষ করা যাবে না। সারা দেশ জুড়ে হাসপাতালে বেড এবং অক্সিজেনের জন্য হাহাকার চলছে।

করোনা কালে মানুষের হাহাকার যাঁর কানে সবচেয়ে বেশি পৌঁছচ্ছে তিনি সোনু সুদ। গত বছর থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি। কত হাজার-লক্ষ মানুষকে সাহায্য করেছেন নিজেও তা বলতে পারবেন না। অক্সিজেনের অভাব মেটাতে এ বার ফ্রান্স থেকে চারটি অক্সিজেন প্লান্ট উড়িয়ে আনছেন অভিনেতা। এমনটাই জানিয়েছেন তিনি।

 

সোনু এ বিষয়ে বলেন, 'অক্সিজেনের অভাবে কত মানুষ কষ্ট পাচ্ছে সেটা আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখেছি। অক্সিজেন সিলিন্ডার ছিল না প্রথমে। আমাদের টিম তা জোগাড় করেছে। কিন্তু অক্সিজেন ভরার জায়গার অভাব রয়েছে। তাই অক্সিজেন প্লান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছি। দেশের যে অংশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেখানে সবার আগে বসানো হবে। যেখানে বসানো হবে সেখানকার সিলিন্ডারগুলিও খালি থাকবে না, তার সঙ্গে গোটা হাসপাতালেও অক্সিজেন সরবরাহ বজায় থাকবে। সময় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের হাতে সময় নেই। তবুও চেষ্টা করে চলেছি যত দ্রুত সম্ভব প্লান্ট যাতে বসানো যায়।'

Advertisement

সোনু আরও জানিয়েছেন, শুরুতে অন্তত ৪টি প্লান্ট আনা হবে। মহারাষ্ট্র এবং দিল্লির মতো সর্বাধিক ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে বসানো হবে এই প্লান্ট। আগামী ১০-১২ দিনের মধ্যেই প্রথম প্লান্ট দেশে পৌঁছবে।

 

Advertisement