
প্রয়াত প্রবীণ অভিনেত্রী সুরেখা শিকড়িফের শোকের ছায়া বলিউডে। প্রয়াত প্রবীণ অভিনেত্রী সুরেখা সিকরি (Surekha Sikhri)। হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইতে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী (National Award Winning Actress)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর।
গত বছর ব্রেন স্ট্রোক হওয়ার পর সুরেখা সিকরিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে ২০১৮ সালে প্যারালিটিক স্ট্রোক হয় তাঁর। অভিনেত্রীর ম্যানেজার সংবাদ সংস্থা পিটিআই-কে খবরটি নিশ্চিত করে বলেন, “তিনবার জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী, সুরেখা সিকরি ৭৫ বছর বয়সে আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত। দ্বিতীয়বার ব্রেন স্ট্রোকের কারণে তিনি জটিলতায় ভুগছিলেন। নিজের পরিবার এবং তত্ত্বাবধায়করা তাঁর খেয়াল রাখতো। তাঁর পরিবার এই সময়ে গোপনীয়তা রাখার অনুরোধ করেছে। ওম সাই রাম।"

১৯৭৮ সালে 'কিসসা কুর্সি কা' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সুরেকা সিকরি। হেমন্ত রেগের সঙ্গে বিয়ে হওয়ার পর তাঁদের একটি পুত্র সন্তান হয়, যার নাম রাহুল সিকরি। বড় পর্দা, ছোট পর্দায় সমান দক্ষতায় কাজ করেছিলেন তিনি। সেই সঙ্গে ছিল থিয়েটার করার অভিজ্ঞতা। তাঁর জনপ্রিয় কাজগুলির মধ্যে রয়েছে 'বালিকা বধূ', 'বাধাই হো', 'এক থা রাজা এক থা রানী', 'পরদেশ মে হ্যায় মেরা দিল' ... ইন্দুমতি লালা মেহরা', 'মহা কুম্ভ: এক রহস্য', 'এক কাহানি', 'সাত ফেরে - সালোনি কা সফর', 'বনেগি অপনি বাত', 'কেসর', 'কেহনা হে কুচ মুঝকো', 'শহর', 'সময়', 'সিআইডি', 'জাস্ট মহাব্বত' সহ আরও অনেক।
আরও পড়ুন: 'বয়কট' ট্রেন্ডকে ছাপিয়ে আসছে 'তুফান'! চরিত্রের স্বার্থে 'বডি ট্রাফর্মেশন' কতটা কঠিন? জানালেন ফারহান
সুরেখা সিকরি 'বাধাই হো'- সহ আরও অন্যান্য কাজের জন্য তিনবার জাতীয় পুরষ্কার পেয়েছিলেন। সুরখাকে সর্বশেষ দেখা গিয়েছিল জোয়া আখতার পরিচালিত নেটফ্লিক্সের অ্যান্থলজি 'ঘোস্ট স্টোরিজ'-এ।