Sushant Singh Rajput- Rhea Chakraborty: খুনই করা হয়েছিল সুশান্তকে? রিয়ার পোস্ট ঘিরে 'রহস্য'

Sushant Singh Rajput- Rhea Chakraborty: অভিনেতার পরিবারের দাবী, সুশান্তকে হত্যা করা হয়েছে। গত কয়েক মাস ধরে সুশান্তের মামলা প্রায় ধামাচাপা পড়ে ছিল। কিন্তু সম্প্রতি এই মামলা আবারও উঠে এসেছে।

Advertisement
খুনই করা হয়েছিল সুশান্তকে? রিয়ার পোস্ট ঘিরে 'রহস্য'অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী (ছবি: ফেসবুক)

২০২০ সালের ১৪ জুন না ফেরার দেশে পাড়ি দেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। অভিনেতার মৃত্যুর পর দু' বছর পেরিয়ে গেলেও তাঁর হত্যার রহস্য এখনও রয়ে গেছে। সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে বর্ণনা করা হয়েছে। তবে অভিনেতার পরিবারের দাবী, সুশান্তকে হত্যা করা হয়েছে। গত কয়েক মাস ধরে সুশান্তের মামলা প্রায় ধামাচাপা পড়ে ছিল। কিন্তু সম্প্রতি এই মামলা আবারও উঠে এসেছে। কুপার হাসপাতালের ময়নাতদন্ত কর্মী আভাস দিয়েছেন অভিনেতাকে খুন করা হয়েছে।

চাঞ্চল্যকর এই অভিযোগের পর সামনে এসেছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) একটি পোস্ট। নিজের ইন্সটা স্টোরিতে রিয়া একটি মেসেজে  শেয়ার করেছেন। পোস্টে লেখা, "পরের বার যখন নিজের শক্তি নিয়ে সন্দেহ হবে, তখন মনে রাখবেন আপনি আগুনের মধ্য দিয়ে গিয়েছেন, ঝড় থেকে নিজেকে বাঁচিয়েছেন, শয়তানকে জয় করেছেন...।"

 

Rhea Chakraborty news

 

আরও পড়ুন: মুক্তির আগেই মালামাল 'পাঠান', শাহরুখের ছবির ওটিটি স্বত্ব বিক্রি ১০০ কোটিতে

রিয়া চক্রবর্তী ও সুশান্ত সিং রাজপুত দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। সুশান্তের মৃত্যুর ঘটনার পিছনে রিয়া রয়েছে বলেই অভিযোগ তোলেন অভিনেতার পরিবার। সুশান্তের বাবার অভিযোগ ছিল, রিয়ার কারণেই সুশান্তের মৃত্যু হয়েছে। রিয়া ও তাঁর ভাইয় শৌভিকের বিরুদ্ধে সুশান্তকে মাদক দেওয়ার অভিযোগও ওঠে। রিয়াকে কারাগারেও থাকতে হয়। দীর্ঘদিন পরে জেল থেকে বেরিয়ে, বর্তমানে নতুন জীবন শুরু করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: খোলামেলা পোশাকে ফ্যাশনিস্তা জয়া! নেটিজেনদের 'উষ্ণ' মন্তব্যে ভরল কমেন্ট বক্স

মুম্বইয়ের কুপার হাসপাতালে সুশান্তের ময়নাতদন্ত হয়। সম্প্রতি এই হাসপাতালের এক কর্মচারীর বক্তব্য সামনে এসেছে। সে কর্মী দাবী করেন যে, সুশান্তের দেহ দেখে তাঁর মনে হয়নি এটি আত্মহত্যার ঘটনা। সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথোপকথনে রূপকুমার শাহ বলেন, "যখন সুশান্ত মারা গিয়েছিলেন, সে সময় আমরা কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য ৫ মৃতদেহ পেয়েছিলাম। তাদের মধ্যে একটি ভিআইপি বডি ছিল। আমরা যখন ময়নাতদন্তের জন্য গিয়েছিলাম, তখন আমরা জানতে পারি যে, এই দেহটি সুশান্ত সিং রাজপুতের। তাঁর শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। গলায় দু-তিনটি দাগও ছিল। সুশান্তের শরীরটা অন্যরকম দেখাচ্ছিল। আমি আমার সিনিয়রের কাছে গিয়ে বলেছিলাম এটা আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে না। সুশান্তের ঘাড়ের চিহ্নটি ফাঁস থেকে ঝুলছে বলে মনে হয়নি।"

Advertisement

আরও পড়ুন: আসছে 'সুপার সিঙ্গার' সিজন ৪! বিচারক আসনে শান, রূপম, মোনালি

রূপকুমার শাহ আরও বলেন, তাঁর সিনিয়র সুশান্তের ময়নাতদন্ত সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ তথ্যটি এড়িয়ে যান। তিনি শুধু বলেন এই বিষয়ে পরে কথা হবে। রূপকুমার শাহের এই দাবীর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন সুশান্ত সিং রাজপুতের দিদিরা। রূপকুমারের নিরাপত্তার দাবী জানিয়েছেন অভিনেতার বোন শ্বেতা সিং কীর্তি। শ্বেতা তাঁর ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকেও ট্যাগ করেছেন।


 

POST A COMMENT
Advertisement