scorecardresearch
 

মুম্বইয়ের ক্লাবে হানা পুলিশের! কোভিড বিধি না মানায় গ্ৰেপ্তার সুজান ও গুরু

কোভিড গাইডলাইন (Covid 19 Guidelines) না মানায় মুম্বইয়ে গ্রেপ্তার হলেন সুপারস্টার ঋত্বিক রোশনের  (Hrithik Roshan) প্রাক্তন স্ত্রী ইন্টেরিয়ার ডিজাইনার সুজান খান (Sussanne Khan), পঞ্জাবী সঙ্গীতশিল্পী গুরু রানধাওয়া (Guru Randhawa) ও ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাসহ (Suresh Raina) আরও অনেকে।

Advertisement
সুজান খান ও গুরু রানধাওয়া (ছবি সৌজন্য: ফেসবুক) সুজান খান ও গুরু রানধাওয়া (ছবি সৌজন্য: ফেসবুক)
হাইলাইটস
  • গ্রেপ্তার সুজান খান ও সঙ্গীতশিল্পী গুরু রানধাওয়া।
  • তাঁদের বিরুদ্ধে কোভিড বিধি অমান্যের অভিযোগ।
  • মুম্বই পুলিশ এক ক্লাব থেকে গ্রেপ্তার করেছে তাঁদের।

কোভিড গাইডলাইন (Covid 19 Guidelines) না মানায় মুম্বইয়ে গ্রেপ্তার হলেন সুপারস্টার ঋত্বিক রোশনের  (Hrithik Roshan) প্রাক্তন স্ত্রী ইন্টেরিয়ার ডিজাইনার সুজান খান (Sussanne Khan), পঞ্জাবী সঙ্গীতশিল্পী গুরু রানধাওয়া (Guru Randhawa) ও ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাসহ (Suresh Raina) আরও অনেকে।

মঙ্গলবার মুম্বই বিমানবন্দরের নিকটবর্তী ড্রাগনফ্লাই ক্লাবে হানা দেয় মুম্বই পুলিশ। সেখান থেকে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে তাঁরা। তাঁদের মধ্যে সাতজন ক্লাব কর্মীও রয়েছেন। অভিযোগ, তাঁরা নাকি কোভিড নির্দেশিকা অমান্য করেছেন। যদিও পরে  রায়না ও গুরুকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।

সাহার থানার উচ্চপদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গায়ক গুরু রনধাওয়া এবং ক্রিকেটার সুরেশ রায়নাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁরাও এই নির্দেশিকা অমান্য করেছে। পরে অবশ্য তাঁদের জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: BREAKING : গ্রেপ্তার হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না

ব্রিটেনে নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় মহারাষ্ট্র সরকার কর্পোরেশন এলাকাগুলিতে রাত্রে কারফিউ জারি করেছে। তার সঙ্গে বিমান চলাচলে  সীমাবদ্ধতাও লাগু করা হয়েছে। আসন্ন নববর্ষের আগে সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ। আগামী ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি অবধি মুম্বইয়ে জনসাধারণের ওপর আরোপ করা হচ্ছে একাধিক বিধিনিষেধ।

Advertisement