Uorfi Javed: 'আমায় অনেক কাঁদিয়েছে, টাকাও দেয়নি...,' টেলিভিশন ছাড়া প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিলেন উরফি

Uorfi Javed Gossips: শিরোনামে থাকেন উরফি জাভেদ। নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য প্রায়ই চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী। প্রতিবার নয়া স্টাইল স্টেটমেন্টে সকলের নজর কাড়েন তিনি।

Advertisement
'আমায় অনেক কাঁদিয়েছে, টাকাও দেয়নি...,' টেলিভিশন ছাড়া প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিলেন উরফি উরফি জাভেদ

আলোচনায় থাকেন উরফি জাভেদ। তাঁর যে কোনও পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। উরফি জাবেদকে চেনেন না, এরকম নেটিজেন খুব কমই আছেন বোধ হয়। উরফি মানেই নিত্যনতুন চমক। তাঁর ফ্যানেদের সংখ্যাও বিপুল। ছোট পর্দার মাধ্যমেই বিনদন জগতে পা রাখেন। কিন্তু তা সত্ত্বেও এই মাধ্যমে কেরিয়ার এগোয়নই উরফির। 

'ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়' ধারাবাহিকে অভিনয় করেছিলেন উরফি জাভেদ। অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, যে 'ছোটপর্দায় মুখ্য চরিত্রে অভিনয় না করলে, কেউ আপনাকে পাত্তা দেয় না। সবাই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে'। টেলিভিশনে কাজ করার সময় তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাঁর। যার জন্য আর কখনও এই মাধ্যমে কাজ করতে চান না। 

সাংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, "আমি আর কখনও টেলিভিশনে ফিরতে চাই না। অনেক টিভি প্রোডাকশন হাউস খুবই খারাপ। তারা পেমেন্ট কেটে নেয়। এমনকী টাকা দিতেও দেরি করে।  উরফি আরও বলেন, "টিভিতে খুব খারাপ মানুষ আছে। ছোটপর্দায় কাজ করে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। কারণ আমি পার্শ্বচরিত্রে অভিনয় করতাম। আমার কোনও স্ট্যাটাস ছিল না। প্রোডাকশনের লোকজন আমাকে অনেক কাঁদাতেন।"

উরফি জাবেদ বলেন, "হ্যাঁ, আমি মন থেকে 'বিগ বস'-কে ধন্যবাদ জানাতে চাই। কারণ এই শো আমার জন্য খুব ফলপ্রসূ মুহূর্ত ছিল। যদিও আমি সেখানে মাত্র এক সপ্তাহ ছিলাম। তবে এটি আমার জন্য একটি অভিজ্ঞতা ছিল। সেখান থেকে বেরিয়ে আসার পর, আমার কেরিয়ার নতুন উচ্চতায় পৌঁছায়। কিন্তু এখন আমি অভিনয়ে কিছু করতে চাই। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে, আমি রিয়্যালিটি শো 'বিগ বস'-এ আবার অংশগ্রহণ করতে চাই। আমি এখন ওটিটি বা বড় পর্দায় কাজ করতে চাই।"

প্রসঙ্গত, শিরোনামে থাকেন উরফি জাভেদ। নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য প্রায়ই চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী। প্রতিবার নয়া স্টাইল স্টেটমেন্টে সকলের নজর কাড়েন তিনি। কখনও অনাবৃত ঊর্ধ্বাঙ্গ, তো কখনও উদ্ভট পোষাক, এভাবেই বারবার সংবাদের শিরোনামে আসেন অভিনেত্রী। এমনকী প্রপসের তালিকায় রয়েছে ঘড়ি, ব্লেড, কাঁচ, ব্যান্ডেজ, সফট টয়েজ, পেরেক থেকে শুরু করে আরও রকমারি জিনিস। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement