Uorfi Javed: জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে গিয়ে বাধা, ভেঙে পড়েছেন উরফি! কী হয়েছে?

উরফি জাবেদকে চেনেন না, এরকম নেটিজেন খুব কমই আছেন বোধ হয়। উরফি মানেই নিত্যনতুন চমক। তাঁর ফ্যানেদের সংখ্যাও বিপুল। ছোট পর্দার মাধ্যমেই বিনোদন জগতে পা রাখেন।

Advertisement
জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে গিয়ে বাধা, ভেঙে পড়েছেন উরফি! কী হয়েছে?

আলোচনায় থাকেন উরফি জাভেদ। তাঁর যে কোনও পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। উরফি জাবেদকে চেনেন না, এরকম নেটিজেন খুব কমই আছেন বোধ হয়। উরফি মানেই নিত্যনতুন চমক। তাঁর ফ্যানেদের সংখ্যাও বিপুল। ছোট পর্দার মাধ্যমেই বিনোদন জগতে পা রাখেন। তবে হঠাৎই নেটমাধ্যমে সক্রিয় থাকেন না 'সোশ্যাল মিডিয়া সেনসেশন'- উরফি। হঠাৎ কী হল? এই নিয়ে চিন্তায় ছিলেন অনেকেই। অবশেষে নিজেই সবটা জানালেন অভিনেত্রী। 

মন ভাল নেই উরফির। মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন তিনি। জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে গিয়ে বাধা এসেছে। এই মুহুর্তে তাঁর স্বপ্ন পূরণে বেশ বেগ পেতে হবে। আসলে নিজের একটি পোশাকের ব্র্যান্ড শুরু করার কথা ছিল তাঁর। একথা প্রায় সকলেরই জানা। কেরিয়ারের নতুন এই দিকের জন্যে খুবই ব্যস্ত ছিলেন তিনি। শুধু তাই নয়, নিজের ব্র্যান্ডের একটি বড় লঞ্চের পরিকল্পনা করেছিলেন উরফি।

সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা হয়ে দাঁড়াল একেবারে শেষ মুহূর্তে। তাঁর সহ-প্রতিষ্ঠাতা প্রোজেক্টটি থেকে পিছিয়ে আসেন। ফলে আপাতত নিজের ব্র্যান্ড লঞ্চ করা সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে সবটা জানান তিনি নিজেই

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

 

সময়টা খুব খারাপ যাচ্ছে উরফি জাভেদের। সম্প্রতি প্রায় ৪০০ সিঁড়ি চড়ে, রাজস্থানের কম্বেশ্বর মহাদেব মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন অভিনেত্রী। সম্ভবত, বিপদ থেকে রক্ষা পেতেই মহাদেবের কাছে প্রার্থনা করেন তিনি। এদিন তুঁতে রঙা কুর্তিতে তাঁকে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন।    

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

প্রসঙ্গত, শিরোনামে থাকেন উরফি জাভেদ। নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য প্রায়ই চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী। প্রতিবার নয়া স্টাইল স্টেটমেন্টে সকলের নজর কাড়েন তিনি। কখনও অনাবৃত ঊর্ধ্বাঙ্গ, তো কখনও উদ্ভট পোশাক, এভাবেই বারবার সংবাদের শিরোনামে আসেন অভিনেত্রী। এমনকী প্রপসের তালিকায় রয়েছে ঘড়ি, ব্লেড, কাঁচ, ব্যান্ডেজ, সফট টয়েজ, পেরেক থেকে শুরু করে আরও রকমারি জিনিস। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement