Katrina Vicky Baby: মা, বাবা হলেন ক্যাটরিনা ও ভিকি! পুত্র না কন্যা সন্তান এল ঘরে?

Bollywood Breaking News: বিয়ের প্রায় ৪ বছর পরে তারকা দম্পতির কোলে এল তাঁদের প্রথম সন্তান। ক্যাটরিনার অন্ত:সত্ত্বা হওয়ার খবর নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা ছিল। অবশেষে সেপ্টেম্বরে মাসে সেই জল্পনায় সিলমোহর দেন জুটি।

Advertisement
মা, বাবা হলেন ক্যাটরিনা ও ভিকি! পুত্র না কন্যা সন্তান এল ঘরে?ক্যাটরিনা ও ভিকি

সুখবর বলিউডে। ভিকি কৌশল- ক্যাটরিনা কাইফের পরিবারে এল ছোট্ট অতিথি। পুত্র সন্তানের বাবা- মা হলেন তারকা জুটি। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই খবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। স্বাভাবিকভাবেই পরিবারে খুশির আবহ- চলছে উদযাপন। 

বিয়ের প্রায় ৪ বছর পরে তারকা দম্পতির কোলে এল তাঁদের প্রথম সন্তান। ক্যাটরিনার অন্ত:সত্ত্বা হওয়ার খবর নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা ছিল। অবশেষে সেপ্টেম্বরে মাসে সেই জল্পনায় সিলমোহর দেন জুটি। হবু বাবা- মা একটি ছবি শেয়ার করেন। যেখানে ছবির মধ্যে ছিল আরও একটি ছবি। ক্যাটরিনার স্পষ্ট বেবি বাম্পে হাত দিয়ে সেই মুহূর্ত লেন্সবন্দি করেন তাঁরা। আবার সেই ছবিটি হাতে ধরে, একটি ছবি শেয়ার করে খবরটি ভাগ করে নেন। ক্যাপশনে লেখেন, "আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করার পথে..."। এই পোস্টে নেটিজেন থেকে শুরু করে অন্যান্য তারকারা শুভেচ্ছা-ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।  

আরও পড়ুন:  শত্রুঘ্ন এখন 'বঙ্গবিভূষণ', বাংলার সর্বোচ্চ সম্মান আরতিকেও, KIFF উদ্বোধনে বড় চমক

সন্তান হওয়ার খবর শেয়ার করে নতুন বাবা- মা লেখেন, "আমাদের আনন্দের মুহূর্ত এসেছে। অপরিসীম ভালোবাসা এবং কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানাচ্ছি।" এই পোস্টে জুটিকে শুভেচ্ছা এবং ভার্চুয়াল ভালোবাসায় ভরাচ্ছেন নেটিজেন থেকে শুরু করে অন্যান্য তারকারা।" যদিও এখনও সন্তানের নাম কী রেখেছেন, তা জানাননি। 

 

 

২০২১ সালের ৯ ডিসেম্বর ভিকি এবং ক্যাটরিনা সাত পাকে বাঁধা পড়েন। রাজস্থানের সওয়াই মাধোপুরের, সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় বসেছিল 'ভিক্যাট'-র বিয়ের আসর। প্রায় ৩ দিন ধরে চলেছিল জুটির গ্র্যান্ড ওয়েডিংয়ের সেলিব্রেশন। ৭ ডিসেম্বর মেহেন্দি এবং ৮ ডিসেম্বর আয়োজিত হয়েছিল গায়ে হলুদ ও সঙ্গীত অনুষ্ঠানের। প্রথমে গোপনীয়তা থাকলেও, সোশ্যাল মিডিয়া জুড়েছিল ক্যাটরিনা ও ভিকির বিয়ের ছবি। 

Advertisement

আরও পড়ুন:  'মোহের মতো আচ্ছন্ন হয়েছিলাম...,' হাসপাতালের বিছানায় শুয়ে জিতু! দেখা করলেন শ্রাবন্তী

প্রসঙ্গত, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের 'বিগ ফ্যাট ওয়েডিং'- এ অতিথিদের জন্য বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। এমনকী অতিথিদের এনডিএ -তে সই করতে হয় বলে খবর। তাঁরা কেউই ভেন্যুতে মোবাইল ব্যবহার করতে পারেননি। কোনও ছবি তুলতে পারেননি, এমনকী সোশ্যাল মিডিয়াতেও কোনও ছবি শেয়ার করতে পারেননি। ভেন্যুর বিষয় কাউকে বলা যায়নি, সেই সঙ্গে একবার সেখানে প্রবেশের পর, বাইরের কারও সঙ্গে যোগাযোগও করা যায়নি। ভেন্যুতে কোনও রিল বা ভিডিও বানানো যায়নি। যাঁদের কাছে শুধুমাত্র গোপন 'কোড' ছিল, তাঁরাই শুধু বিয়েতে প্রবেশাধিকার পেয়েছিলেন। 

 

POST A COMMENT
Advertisement