শ্রাবন্তী- জিতু (ছবি: ইনস্টাগ্রাম)গুরুতর অসুস্থ জিতু কমল। বুধবার শ্যুটিং ফ্লোরেই হঠাৎ অজ্ঞান হয়ে যান অভিনেতা। এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 'এরাও মানুষ' ছবির আউটডোর শ্যুটিং করছিলেন ধান্যকুড়িয়ায়। অভিনেতা হঠাৎই বুকে চাপ অনুভব করেন। সেই সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বর আসে। বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি করা হয়। এখন কেমন আছেন? ঠিক কী হয়েছে? এই নিয়ে তাঁর সহ- অভিনেতা থেকে শুরু করে অনুগামীদের উদ্বেগের শেষ নেই। এবার হাসাপাতালের বিছানা থেকে নিজেই নিজের শারীরিক অবস্থা জানালেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জিতু লেখেন, "হসপিটালের বেডে শুয়ে হাতে রিভেন অথবা দুঃখী মুখ করে 'I will come back soon' এই সহানুভূতিশীল ক্যাপশন গুলো দেওয়ার বা ছবি তোলার কখনোই আমি পক্ষপাতিত্ব করি না। যারা করেন তাদের বিরুদ্ধাচারণও করিও না। দেখুন গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া মানেই গাড়ি খারাপ হয়ে গেছে এমন নয়, অথবা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে বলেই গাড়ি সার্ভিস সেন্টারে গেছে, এমনও নয়। মানব শরীরও তো,একটা যন্ত্র। যন্ত্র তো মাঝে মাঝে খারাপ হবেই অথবা বিকল হবে।তাকেও সার্ভিস সেন্টারে নিয়ে আসতে হবে। হসপিটালে এসেছি আবার ফিরে যাব। এ অত্যন্ত সাধারণ ঘটনা। আমাকে নিয়ে এতো হাহুতাশ করার কোন প্রয়োজন নেই। আমি সমাজের এত বিখ্যাত মানুষ নই বা সমাজের প্রতি আমার এত অবদান নেই যে আমাকে নিয়ে আপনারা এতটা সময় নষ্ট করবেন। আমার থেকেও অনেক অনেক বেশি পরিমাণ সমাজের প্রতি দায়বদ্ধ যারা,যাদের অবদান অতুলনীয় তাদের নিয়ে আপনারা আবেগপ্রবণ হোন।"
আরও পড়ুন: বড় রদবদল রেটিং চার্টে! এবার সেরা দশে ১৪ মেগা, কার স্কোর কেমন?
অভিনেতা জানান কাজের মোহে নিজের শরীরের বিশেষ যত্ন নেননি তিনি। সেই সঙ্গে প্রযোজনা সংস্থার কাছে ক্ষতির জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। জিতু লেখেন, "এই সময় দাঁড়িয়ে আমি যে কাজ দুটো করছি। সেই কাজ দুটো আমি ভীষণ ভীষণ ভীষণ উপভোগ করছি, আনন্দ পাচ্ছি করতে। মোহের মতো আচ্ছন্ন হয়েছিলাম কাজ দুটো নিয়ে। তাই জন্য খাওয়া-ঘুমের সময় আমি ভুলে গিয়েছিলাম। সেটা আমার দোষ।"
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে ধান্যকুড়িয়ায় 'এরাও মানুষ' ছবির শ্যুটিং করছিলেন জিতু। শোনা যাচ্ছে, ক'দিন ধরেই নাকি গায়ে জ্বর নিয়েই কাজ করছিলেন অভিনেতা। আউটডোরে কাজ করতে করতে বুধবার অজ্ঞান হয়ে যান। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, স্বাভাবিক ভাবেই উদ্বেগে রয়েছে ছবির নির্মাতারা। আপাতত স্থগিত রয়েছে ছবির শ্যুটিং। হাসপাতালে সহ-অভিনেতার সঙ্গে দেখা করতে যান শ্রাবন্তী। নিজের সোশ্যাল পেজে জিতুর সঙ্গে লেন্সবন্দি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'ফিরছি খুব তাড়াতাড়ি'। হ্যাশট্যাগে নিজেদের ছবির নাম লিখেছেন টলি নায়িকা।
আরও পড়ুন: শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব! কখন, কোথায় কোন ছবি দেখবেন?
আরও পড়ুন: কতটা সফল 'স্বার্থপর'? জানুন কোয়েলের ছবির বক্স অফিস রিপোর্ট কেমন
আজতক বাংলার তরফে যোগাযোগ করা হয় জিতু কমলের টিমের সঙ্গে। বুধবার বুকেও ব্যথা অনুভব করছিলেন 'চিরদিনই তুমি যে আমার'-র আর্য স্যার। এদিন রাতেই ইসিজি করা হয়। যার রিপোর্ট ভাল। বৃহস্পতিবার সকালে ইকো কার্ডিওগ্রাম, ইউএসজি করা হয়েছে। সেই সঙ্গে কিছু রক্ত পরীক্ষাও করা হয়েছে। হাসপাতালে ক্রিটিকাল কেয়ার স্পেশালিস্ট সৌরেন পাঁজার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। জানা যায়, আগের থেকে স্থিতিশীল আছেন অভিনেতা। কাঁপুনি দিয়েই জ্বর আসছে। তবে বুকে ব্যথা নেই আপাতত। সব পরীক্ষা নিরীক্ষা চলছে। এখনও সব রিপোর্ট আসেনি। তাই তাঁর ঠিক কী হয়েছে তা বলা যাচ্ছে না এখনই।
আরও পড়ুন: 'হোস্ট' রাজ ও শুভশ্রী! ঘরোয়া আড্ডায় হালকা মেজাজে তাবড় টলি সেলেবরা
প্রসঙ্গত, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে চলছে টানটান ট্র্যাক। মেগার ব্যাঙ্কিং যেহেতু খুব কম থাকে, তাই সেক্ষেত্রেও বড় সমস্যা হতে পারে। এখন মেগার টিম কী করবে, সেটাই এখন দেখার। জিতু কমল অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগে এই মেগার টিমও। আর্য স্যারের অপর্ণা, অভিনেত্রী দিতিপ্রিয়া রায় তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছেন, "আমার সহশিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছি। দ্রুত সুস্থ হয়ে ওঠো।" এদিকে মেগার 'কিংকর', অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীও দুশ্চিন্তায় রয়েছেন জিতুকে নিয়ে। তিনিও অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট করেছেন।