মূলধারার বলিউডি নায়ক। কিন্তু প্রতিটি ছবিই তাঁর অন্য ধরনের। কেরিয়ারের শুরু থেকে আলাদা আলাদা বিষয়ে ছবি করেছেন আমির খান। অ্যাজেন্ডা আজ তকের মঞ্চে আমির খান শেয়ার করলেন নিজের মনের কথা।