Advertisement

Asha Bhosle- Sonu Nigam Viral: অনন্য সম্মান প্রদর্শন! মঞ্চেই পায়ে চুম্বন, গোলাপ জলে আশা ভোঁসলের পা ধুইয়ে দিলেন সোনু! ভাইরাল ভিডিও

Viral Video: দীর্ঘ আট দশক ধরে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলে তাঁর মধুর কণ্ঠের মাধ্যমে সকলের মন জয় করছেন। তাঁর গাওয়া গানগুলি আজও শ্রোতাদের প্লে লিস্টে থাকে। প্রকাশ্যে এল আশা ভোঁসলের বায়োগ্রাফি। শুক্রবার, তারকাখকিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে এল 'স্বরস্বামিনী আশা'। হাজির ছিলেন, বহু তারকা সহ সোনু নিগম। এদিনের অনুষ্ঠানের সোনুর করা একটি কাজ মুহূর্তে চর্চায়। দেখা যাচ্ছে, মঞ্চে বসে রয়েছেন আশা ভোঁসলে। নীচে বসে, তাঁর পায়ে চুম্বন করে, গোলাপ জল দিয়ে আশাতাই-এর পা ধুইয়ে দেন তিনি। এই অনন্য সম্মান প্রদর্শনের ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল।

Advertisement
POST A COMMENT