scorecardresearch
 

VIDEO: লাদাখি পোশাকে গ্রামের সকলের সঙ্গে নাচে মজলেন আমির-কিরণ

VIDEO: লাদাখি পোশাকে গ্রামের সকলের সঙ্গে নাচে মজলেন আমির-কিরণ

পরবর্তী ছবি লাল সিং চাড্ডা-র (Lal Singh Chaddah) শুটিংয়ে আপাতত লাখাদে রয়েছেন আমির খান (Amir Khan)। শুটিং ইউনিটের সঙ্গে স্ত্রী কিরণ রাও (Kiran Rao) এবং ছেলে আজাদও রয়েছে। সম্প্রতি কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে আমির এবং কিরণকে লাদাখের গ্রামে প্রথাগত পোশাকে সকলের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। দিন কতক আগে জানা গিয়েছিল, গ্রামবাসীরা শুটিংয়ের কারণে ক্ষুব্ধ। কারণ শুটিংয়ের ক্রু গ্রামের আশপাশে দুষণ ছড়াচ্ছেন। প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার হয়েছে। তবে আমির সে সব খণ্ডন করে জানিয়েছেন, প্রয়োজনে এসে দেখে যেতে পারেন, সিনেমার ক্রু এ ধরনেরকোনও কাজ করেনি। গ্রামের মানুষের এই অভ্যর্থনা অন্তত সে দিকেই ইঙ্গিত করছে।