Advertisement

হলিউড

'গোল্ডেন গ্লোব' প্রিয়াঙ্কার ফ্যাশনে মুগ্ধ হলিউড, প্রায় নগ্ন জেনিফার লরেন্স! দেখুন VIDEO

12 Jan 2026

২০২৬ সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ঝলমলে নীল রঙের মেটালিক গাউনে তিনি ছিলেন পুরো অনুষ্ঠানের গ্ল্যামারের কেন্দ্রবিন্দু। তাঁর সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাস, যিনি কালো স্ট্রাইপ দেওয়া ক্লাসিক টাক্সিডো পরে স্ত্রীর সাজের সঙ্গে নিখুঁতভাবে মানিয়ে নেন। এ বছর গোল্ডেন গ্লোবসে উপস্থাপকের দায়িত্বেও রয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর সঙ্গে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন জুলিয়া রবার্টস, মাইলি সাইরাস, পামেলা অ্যান্ডারসন, স্নুপ ডগ, কুইন লতিফা, লিওনার্দো ডি ক্যাপ্রিও, কোলম্যান ডোমিঙ্গো ও জোয়ি ক্রাভিটজের মতো তারকারা। রবিবার বেভারলি হিলটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে টিভি, সিনেমা ও প্রথমবারের মতো অডিও বিভাগের তারকারাও হাজির ছিলেন। অভিনয়ের মনোনীত তালিকায় ছিলেন পল মেসকাল, আরিয়ানা গ্র্যান্ডে ও জুলিয়া রবার্টসের মতো ফ্যাশন আইকনরা। হলিউডের এই রেড কার্পেট আসন্ন অস্কার মরসুমের ফ্যাশন ট্রেন্ডও নির্ধারণ করে দিল।

Advertisement