Anuparna Roy: ইতালির ভেনিসে বিশ্ব সিনেমার মর্যাদাপূর্ণ আসর 'ভেনিস চলচ্চিত্র উৎসব'-এর ৮২তম সংস্করণে বাজিমাত করলেন বাংলার মেয়ে অনুপর্ণা রায়। ৮২-তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের খেতাব জয় করেছেন পরিচালক অনুপর্ণা। বিশ্বের দরবারে বাঙালি ও দেশের নাম উজ্জ্বল করেন পুরুলিয়ার মেয়ে।
Anuparna Roy: ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বাংলার জয়জয়কার। সেরা পরিচালকের খেতাব জিতলেন পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়। ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জয় করেছেন তিনি। ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ ছবির জন্য পুরস্কার জয়ের পর উচ্ছ্বসিত পরিচালক।