Barack Obama: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ভারতের সম্পর্ক বেশ গভীর। তিনি যতবারই এই দেশে এসেছেন ততবারই এই দেশের শিল্প-সংস্কৃতির প্রতি টানের কথা স্বীকার করতে ভোলেননি। প্রত্যেক বছরের মতো এই বছরও ওবামা তাঁর প্রিয় ছবির তালিকা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। প্রাক্তন প্রেসিডেন্ট সিনেমা দেখতে ও গান শুনতে ভীষণভাবে ভালোবাসেন।
অস্কারের দৌড় থেকে ছিটকে গেল 'লাপাতা লেডিস'। মঙ্গলবার পরের রাউন্ডের জন্য ১৫টি ছবির নাম ঘোষনা করা হয়। সেই তালিকায় নাম নেই আমির খানের এই ছবির। গত মাসেও কিরণ রাও ও আমির খান এই ছবির প্রচার করেন আমেরিকায়। তবে শেষরক্ষা হল না।
ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে গত ৮ ডিসেম্বর রবিবার কলকাতায় কনসার্ট করেছেন ব্রায়ান অ্যাডামস। রবিবাসরীয় কলকাতাকে সুরের মূর্চ্ছনায় ভাসিয়েছেন ব্রায়ান অ্যাডামস । বলা যায় সেই রেশ এখনও চলছে। ব্রায়ান জ্বরে কাবু গোটা শহর। কনসার্টে রবিবার ছিল উপচে পড়া ভিড়। ব্রায়ানের ম্যাজিকে বুঁদ কলকাতা, তেমন কলকাতাবাসীর উন্মাদনায় মুগ্ধ খোদ রক সম্রাট। এই শহরে প্রথমবার পা রেখে কানাডিয়ান গায়ক জানিয়েছেন এটা তাঁর কাছে চিরস্মরণীয় এক অভিজ্ঞতা। ব্রায়ান বলেন, “এই শহরের প্রতিটা কনসার্টই কি এমন হয়? এত ভালো ক্রাউড? তাহলে তো আবার আসতে হবে দেখছি।”
Bryan Adams: রবিবারের কলকাতা সাক্ষী থাকল ম্যাজিক্যাল ব্রায়ান নাইটের। ডিসেম্বরের শহরকে আরও একবার নস্ট্যালজিয়ায় ভাসিয়ে দিলেন ব্রায়ান অ্যাডামস। ব্রায়ানের 'So Happy It Hurts Tour 2024'-এর কনসার্টে রবিবার ছিল উপচে পড়া ভিড়। কলকাতাবাসী এদিন ছিলেন ব্রায়ানে বুঁদ।