scorecardresearch
 
Advertisement
হলিউড

মিস ইউনিভার্স প্রতিযোগিতার পিছনে এই কোটিপতি রূপান্তরকামী, শৈশবের যন্ত্রণা সামলে কীভাবে সাফল্য?

অ্যানি জ্যাকাফং জ্যাকরাজুটাটিপ
  • 1/11

৭১তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। আর এরই মাঝে একজনকে নিয়ে জোরদার চর্চা হচ্ছে, যিনি হলেন মিস ইউনিভার্স অর্গানাইজেশনের নতুন মালকিন অ্যানি জ্যাকাফং জ্যাকরাজুটাটিপ। কিন্তু কে এই অ্যানি ? কীভাবে তিনি এই জনপ্রিয়তা পেলেন এবং কেন তাঁকে কুইন অফ ইন্ডিয়ান কন্টেন্ট বলা হয় জানুন। 

অ্যানি জ্যাকাফং জ্যাকরাজুটাটিপ
  • 2/11

অ্যানি সকলের কাছে অ্যানি জেকেএন নামেও পরিচিত। তিনি থাইল্যান্ডের বিখ্যাত জেকেএন গ্লোবাল গ্রুপের মালকিন। তবে অ্যানি একজন রূপান্তরকামী মহিলা। তাঁকে লাইফ ইনস্পায়র্ড ফর ট্রান্সসেক্সুয়াল বা লিফট-এর ভিত্তি বলা হয়। ২০২২ সালের অক্টোবরে অ্যানি IMG Worldwide থেকে মিস ইউনিভার্স অর্গানাইজেশনকে ২০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৬৩ কোটি টাকায় কিনে নেন। 
 

অ্যানি জ্যাকাফং জ্যাকরাজুটাটিপ
  • 3/11

থাইল্যান্ডের বড়সড় বিজনেস মহিলা হিসাবে পরিচিত অ্যানি। কিন্তু তাঁর শৈশব মোটেও সুখকর ছিল না। ৪৩ বছরের অ্যানি ছোটবেলায় ছেলেদের স্কুলে পড়াশোনা করতেন, যেখানে তাঁকে তাঁর ক্লাসের বন্ধুরা বিরক্ত করতেন। ছোটবেলা থেকে অ্যানি অন্যদের চেয়ে আলাদা হওয়ার কারণে তাঁর সঙ্গে যৌন হেনস্থাও করে তাঁর শিক্ষক। এরপর অ্যানি স্কুল ছেড়ে দেন। 
 

Advertisement
অ্যানি জ্যাকাফং জ্যাকরাজুটাটিপ
  • 4/11

অ্যানি খুব ছোট বয়স থেকেই পেট্রোল পাম্পে কাজ শুরু করে দিয়েছিলেন। তিনি এক সাক্ষাৎকারে জানান যে তিনি নিজেকে ছোটবেলা থেকেই মেয়ে ভাবতেন। কিন্তু তাঁর অভিভাবক তাঁর এই মনোভাবকে সমর্থন করতেন না। কিছু সময় পরে অ্যানি তাঁর বাড়ি ছেড়ে দেন এবং পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া চলে যান। 
 

অ্যানি জ্যাকাফং জ্যাকরাজুটাটিপ
  • 5/11

মা-বাবার বিরুদ্ধে গিয়ে অ্যানি নিজেকে মহিলায় রূপান্তর করতে শুরু করে দেন। যদিও তিনি তাঁর গলার স্বরকে পুরুষের মতোই রেখে দেন। কারণ অ্যানি সেটাকে নিজের পরিচয়ের অংশ বলে মনে করতেন। অ্যানি উচ্চ শিক্ষিত। তিনি অস্ট্রেলিয়ার বন্ড ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেছেন।
 

অ্যানি জ্যাকাফং জ্যাকরাজুটাটিপ
  • 6/11

উচ্চশিক্ষা করার পর অ্যানি থাইল্যান্ডে ফিরে যান এবং পারিবারিক ভিডিও ভাড়া দেওয়ার ব্যবসায় সহায়তা করতে শুরু করেন। 
 

অ্যানি জ্যাকাফং জ্যাকরাজুটাটিপ
  • 7/11

পরিবারকে ব্যবসায় সহায়তা করার পাশাপাশি অ্যানি নিজের ব্যবসা শুরু করার প্রস্তুতিও নিয়ে ফেলেন। বর্তমানে অ্যানি থাইল্যান্ডের টপ কনটেন্ট ম্যানেজমেন্ট ও ডিস্ট্রিবিউশন সংস্থা জেকেএন গ্লোবাল মিডিয়ার সিইও। অ্যানি জেকেএন গ্রুপের আওতায় স্বাস্থ্য, বিউটি, পানীয় ও ডিজিটাল সংবাদ চ্যানেল শুরু করে দেন। বর্তমান সময়ে জেকেএন গ্লোবাল মিডিয়া ১৫টি আলাদা আলাদা ব্যবসার মালিক। 
 

Advertisement
অ্যানি জ্যাকাফং জ্যাকরাজুটাটিপ
  • 8/11

নিজের সফল ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার সময়ই অ্যানি প্রথম থাই ও রূপান্তরকামী মহিলা হন। যিনি এশিয়া মিডিয়া ওমেন অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন। ২০১৯ সালে অনুষ্ঠিত কনটেন্ট এশিয়া সামিটে তিনি এই পুরস্কার পান। অ্যানিকে কুইন অফ ইন্ডিয়ান কনটেন্টও বলা হয়ে থাকে, কারণ তিনি ভারতের সিরিজ ও শোগুলিকে থাই টিভিতে পৌঁছানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন। 
 

অ্যানি জ্যাকাফং জ্যাকরাজুটাটিপ
  • 9/11

অ্যানির একজন ব্রিটিশ প্রেমিক ও খুব মিষ্টি দুটি বাচ্চা রয়েছেন। এই দুই শিশুর জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে। যদিও তাঁর এভাবে মা হওয়ার রাস্তায় একাধিক বাধা ছিল। তিনি জানান তাঁকে তাঁর সন্তানদের পাওয়ার জন্য গ্রিসে যান। এই দুই শিশুর জন্মের জন্য অ্যানিকে কোটি টাকা খরচ করতে হয়েছিল। 
 

অ্যানি জ্যাকাফং জ্যাকরাজুটাটিপ
  • 10/11

অ্যানির সম্পত্তির কথা যদি বলা হয় তবে ফোর্বস ২০২০ সালের তালিকা অনুসারে তিনি বিশ্বের তৃতীয় ধনী রূপান্তরকামী মহিলা। যিনি ২১০ মিলিয়ন ডলার অর্থাৎ ১৭০০ কোটিরও বেশি সম্পত্তির মালিক। 

অ্যানি জ্যাকাফং জ্যাকরাজুটাটিপ
  • 11/11

অ্যানি বেশ প্রভাবশালী এক রূপান্তরকামী মহিলা। অভিনেতা ও মডেল ক্লিন্ট বন্ডাডের সঙ্গে তাঁর ভালো বন্ধুত্ব রয়েছে। এছাড়াও,তাকে ফিলিপিনো অভিনেতা ডেরিক মোনাস্টেরিও, কেন চ্যান, এশিয়ান মাল্টিমিডিয়া তারকা অ্যালডেন রিচার্ড এবং একাধিক পুরষ্কার জয়ী অভিনেতা ডেনিস ট্রিলোর সঙ্গে সময় কাটাতে দেখা গেছে।
 

Advertisement