বলিউডে দুর্দান্ত অভিনেতা হিসাবেই পরিচিত রণদীপ হুডা। এই অভিনেতা কোনও সময়ই চ্যালেঞ্জ নিতে পিছুপা হন না। দর্শকেরা রণবীরকে দেখেছেন সর্বজিতের সময় এক ঝটকায় ১৮ কেজি ওজন কমিয়ে নিতে। এ ধরনের বহু উদাহরণ অতীতে দেখতে পাওয়া গিয়েছে। অভিনেতা এই মুহূর্তে স্বতন্ত্র বীর সাভারকর সিনেমার পরিচালনা ও অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন। যার জন্য তিনি ২২ কেজি ওজন কমিয়েছেন। আর এই ছবির শুটিং করতে গিয়েই মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হতে হল অভিনেতাকে। একাধিক চোট নিয়ে রণবীর হুডা মুম্বইয়ের হাসপাতালে ভর্তি আছেন।
জানা গিয়েছে, শুটিং চলাকালীন ঘোড়া থেকে পড়ে যান অভিনেতা। চোট গুরুতর হওয়ার দরুণ সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুবাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘোড়ার উপর বসে একটি দৃশ্যের শুটিং করছিলেন রণদীপ হুডা। আচমকাই সংজ্ঞা হারিয়ে পড়ে যান তিনি। বেশ খানিকটা উঁচু থেকে পড়ার কারণে তাঁর হাঁটুর হাড় সরে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
রণবীর হুডাকে দেখা যাবে স্বতন্ত্র বীর সাভারকর সিনেমায়। অভিনেতা এই সিনেমায় বিনায়ক দামোদর সাভারকরের চরিত্রে নিজেকে ফিট করার জন্য ২২ কেটি ওজন কমিয়েছেন।
সংবাদমাধ্যমের একাধিক রিপোর্ট অনুয়াযী,রণদীপ হুডা যেহেতু ২২ কেটি ওজন হ্রাস করেছেন সেই জন্য তাঁর হাঁটুতে কোনও মাংসই নেই। আর যে কারণে তিনি ঘোড়া থেকে সংজ্ঞা হারিয়ে পড়ে হাঁটুতেই মারাত্মক চোট পান। তাঁর হাঁটু ও পায়ে গুরুতর চোট লেগেছে বলে জানা যাচ্ছে। হয়ত তাঁর অস্ত্রোপচারও করা হতে পারে।
উল্লেখ্য, দিন দুয়েক আগেই ঘটনাটি ঘটে। অভিনেতাকে তৎক্ষণাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন এখন। তবে এখন অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
২০০৯ সালেও সলমন খানের সঙ্গে রাধে সিনেমার শুটিং চলাকালীনও আহত হন রণদীপ হুডা। সেই সময় রণদীপের ডান পায়ে অস্ত্রোপচার করতে হয়েছিল। সেই সময় রণদীপ হাসপাতাল থেকে তাঁর ভক্তদের উদ্দেশ্যে ছবিও পোস্ট করেন।
প্রসঙ্গত, হাইওয়ে ছবিতে আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করার পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন রণদীপ হুডা। অভিনেতার ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও নেহাই কম নয়। তাই দুর্ঘটনার খবর সামনে আসতেই তাঁকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রণদীপের অনুগামীরা।