
হলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী শ্যারন স্টোন

নিজের সেরা সময়ে এমন সমস্ত সিনেমায় মুখ দেখিয়েছেন শ্যারন, যা আজও চর্চার বিষয়।

যার মধ্যে উল্লেখযোগ্য বেসিক ইনস্টিঙ্কট। ছবির সিক্যুয়েলেও দেখা গিয়েছে তাঁকে। এই ছবির বোল্ড দৃশ্যে তাঁকে কেউ ভুলতে পারবেন না।

সম্প্রতি জীবনের একটি ঘটনা প্রকাশ করেছেন যা সকলকে অবাক করে দিয়েছে।

২০০১ সালে টিউমার বাদ দেওয়ার জন্য ব্রেস্ট সার্জারি করিয়েছিলেন শ্যারন।

অস্ত্রোপচার সম্পূর্ণ হলে শ্যারন অনুভব করেন, তাঁর ব্রেস্টের সাইজ আগের তুলনায় বেড়ে গিয়েছে।

একটি ব্রিটিশ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শ্যারন বলেন, 'আমার অনুমতি ছাড়াই আমার দেহের গড়ন পাল্টে ফেলেন সার্জেন।'

আমি যখন সার্জেনকে জিজ্ঞাসা করি এটা কেন করলেন, তিনি জবাব দিয়েছিলেন, আমি ভেবেছিলাম বড় ব্রেস্ট দেখতে ভালো লাগবে।

ছবি সৌজন্য: শ্যারন স্টোন