Advertisement
মনোরঞ্জন

ডেসটিনেশন জঙ্গল! রনথম্বোরে ছুটি কাটাচ্ছেন গৌরব - ঋদ্ধিমা

  • 1/9

ভ্যাকেশনে গিয়েছেন ভ্রমণপ্রিয় কাপল অভিনেতা গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ।

  • 2/9

এবার ডেসটিনেশন জঙ্গল! রাজস্থানের রনথম্বোর ন্যাশনল পার্কে গিয়েছেন তাঁরা।

  • 3/9

গৌরব - ঋদ্ধিমা, তাঁদের সোশ্যাল পেজে সেখান থেকে ছবিও শেয়ার করেছেন।

Advertisement
  • 4/9

কাজের ব্যস্ততার মধ্যে এবার একটু নিজেদেরকে সময় দেওয়া।
 

  • 5/9

যদিও মাঝে মধ্যেই ঘুরতে চলে যান তাঁরা। আর সেই লেন্সবন্দী মুহূর্তগুলি নেট মাধ্যমে ভাগ করে নেন সকলের সঙ্গে। 

  • 6/9

কখনও নৈনিতাল তো কখনও পাহাড়ের কোলে কোনও গ্রাম হয়ে ওঠে তাঁদের এক্সপ্লোরের নতুন ঠিকানা।
 

  • 7/9

২০১৭ সালের ২৮ নভেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন গৌরব - ঋদ্ধিমা।

Advertisement
  • 8/9

 ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত ও সুপরিচিত দুজনেই। সুন্দর করে ব্যালেন্স করে চলেছেন কর্ম ও ব্যক্তিগত জীবনের ছন্দ। 

  • 9/9

গৌরবের হাতে এই মুহূর্তে রয়েছে বেশ কয়েকটি কাজ। আগামী ২ এপ্রিল মিক্তি পাবে অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ফ্লাইওভার'। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কোয়েল মল্লিক। এছাড়া  একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। সৌমেন সুরের পরিচালনায় 'এই আমি রেণু' ছবিতে সুমিতের চরিত্রে অভিনয় করেছেন গৌরব। এই ছবিতে এছাড়াও রয়েছেন সোহিনী সরকার ও সোহম চক্রবর্তী। 

(ছবি সৌজন্য: ফেসবুক)

Advertisement