
বোল্ড লুকে বরাবরই সবার নজর কাড়েন গায়িকা লেডি গাগা। এবার শিরোনামে তিনি জায়গা করে নিলেন নগ্ন ফোটোশ্যুটের জন্য।

সম্প্রতি ম্যগাজিনের জন্য নগ্ন ফটোশ্যুট করেছিলেন তিনি। ভারী মেকআপে লুকে দেখা গিয়েছে তাঁকে।

আসন্ন ডিসেম্বরেই ম্যাগাজিনের ওই সংখ্যাটি প্রকাশ পাবে। সেখানে কভার পেজের জন্য ফোটোশ্যুটে দেখা গিয়েছে লেডি গাগাকে।

মাঝে মধ্যে সাহসী ফটোশ্যুটে সবার নজর কাড়েন লেডি গাগা।

পপশিল্পী হিসাবে খ্যাতনামা হলেন তাঁর বিচিত্র ফ্যাশনের জন্য গোটা বিশ্বেই আলোচিত নাম তিনি।

চলতি বছররে মে মাসে মি টু মুভমেন্ট সম্পর্কে মুখ খুলেছিলেন লেডি গাগা।

তিনি জানিয়েছিলেন, ১৯ বছর বয়সে তাঁকে ধর্ষণ করে এক মিউজিক প্রডিউসার।

লেডি গাগা আরও জানিয়েছিলেন যে ঘটনার পরে তিনি অসুস্থ ছিল দীর্ঘ কয়েকদিন।

যদিও সেই প্রডিউসার নাম প্রকাশ করেননি তিনি। বিভিন্ন বিতর্কের বিষয়ে মাঝে মধ্যেই মুখ খোলেন বিখ্যাত এই পপ গায়িকা

এবার নগ্ন ফোটোশ্যুটের জন্য ফের একবার সংবাদ শিরোনামে জায়গা করে নিলেন তিনি।