scorecardresearch
 
বলিউড

Madhuri Dixit PHOTOS: মুম্বইয়ে ফ্ল্যাট ভাড়া নিলেন মাধুরী, সাড়ে ১২ লক্ষ টাকা রেন্ট!

madhuri dixit rents luxurious apartment in mumbai for rupees 12 lakh per month-  মাধুরী দীক্ষিত
  • 1/8

বলিউড অভিনেতাদের বিলাসবহুল আবাসন নিয়ে কৌতূহল থাকে বহু মানুষের। তবে তার মূল্য বহুক্ষেত্রেই থাকে অবাক হওয়ার মতো। যেমনটা, চক্ষু চড়ক গাছ হতে পারে মাধুরী দীক্ষিতের অ্যাপার্টমেন্টের ভাড়া শুনলে। 

madhuri dixit rents luxurious apartment in mumbai for rupees 12 lakh per month-  মাধুরী দীক্ষিত
  • 2/8

খবর অনুযায়ী, মুম্বইয়ে অ্যাপার্টমেন্টের জন্য ১২.৫ লক্ষ টাকা মাসিক ভাড়া গুনতে হয় নায়িকাকে। 

madhuri dixit rents luxurious apartment in mumbai for rupees 12 lakh per month-  মাধুরী দীক্ষিত
  • 3/8

Zapkey.com-র কাছে থাকা কাগজপত্র অনুযায়ী, ৩ বছরের জন্য অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছেন মাধুরী। 

madhuri dixit rents luxurious apartment in mumbai for rupees 12 lakh per month-  মাধুরী দীক্ষিত
  • 4/8

২৯ তলাতে অবস্থিত ৫৫০০ বর্গফুটের অ্যাপার্টমেন্টের চুক্তি অনুযায়ী প্রতি বছর ৫ শতাংশ করে ভাড়া বাড়বে। 
 

madhuri dixit rents luxurious apartment in mumbai for rupees 12 lakh per month-  মাধুরী দীক্ষিত
  • 5/8

ইতিমধ্যে নায়িকা এই অ্যাপার্টমেন্টের জন্য ৩ কোটি টাকা জমা করেছেন। তাঁর এই  ভাড়া নেওয়া সম্পত্তিতে পাঁচটি গাড়ি পার্কিংয়ের ঢাকা জায়গা আছে। 

madhuri dixit rents luxurious apartment in mumbai for rupees 12 lakh per month-  মাধুরী দীক্ষিত
  • 6/8

২০২১ সালের ২৬ অক্টোবর, এই নতুন অ্যাপার্টমেন্টের চুক্তি সই করেন মাধুরী দীক্ষিত। 

madhuri dixit rents luxurious apartment in mumbai for rupees 12 lakh per month-  মাধুরী দীক্ষিত
  • 7/8

স্থানীয় দালালের সূত্র অনুযায়ী, মোট ৩০০ টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে এই আবাসনে। যেখানে ২BHK, ৩BHK, ৪BHK-র ফ্ল্যাট রয়েছে। যার মূল্য ৪.৫ কোটি থেকে ১৫ কোটি টাকার মধ্যে। 
 

madhuri dixit rents luxurious apartment in mumbai for rupees 12 lakh per month-  মাধুরী দীক্ষিত
  • 8/8

এই আবাসনের প্রতি বর্গফুটের দাম ৭০,০০০ টাকা। 

ছবি সৌজন্য: ফেসবুক