scorecardresearch
 
Advertisement
হলিউড

এই 'Superman' বাইসেক্সুয়াল, DC কমিকসে ছেলে রিপোর্টারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাবে

Superman Son Jon Kent is bisexual DC Comics will show that abk সুপারম্যান
 • 1/11

Superman: ডি সি কমিকস (DC Comics)-এর পরের সংখ্য়া ভক্তদের জন্য খুবই আকর্ষণীয় হতে চলেছে। কমিকসের ক্লার্ক কেন্ট মানে সুপারম্যান এবং লুইজ লেনের ছেলে জোনাথন কেন্ট (জন কেন্ট বা Jon Kent/সুপারম্যান অফ আর্থ) নিজেদের বোল্ড সম্পর্ক সারা দুনিয়ার কাছে ঘোষণা করবেন। ছবি সৌজন্য: ডি সি কমিকস

Superman Son Jon Kent is bisexual DC Comics will show that abk ডি সি কমিকস
 • 2/11

জন কেন্ট (Jon Kent)-কে ডি সি কমিকস (DC Comics)-এ বাইসেক্সুয়াল সম্পর্ক শেয়ার করতে দেখা যাবে। দিন কয়েক আগে প্রকাশকের তরফ থেকে এ কথা ঘোষণা করা হয়। ছবি সৌজন্য: ডি সি কমিকস

Superman Son Jon Kent is bisexual DC Comics will show that abk সুপারম্যান বাইসেক্সুয়াল
 • 3/11

৯ নভেম্বর সুপারম্যান: সন অফ কাল-ই#৫ (Superman: Son pf Kal-E#5)-এর এই ইস্য়ু প্রকাশ পেতে চলেছে। যেখানে দেখা যাবে জন কেন্ট রিপোর্টার জয় নাকামুরার সঙ্গে সম্পর্ক তৈরি করছেন। উনি পৃথ্বীকে বাঁচাতে বাঁচাতে হাঁপিয়ে গিয়েছেন। আর তখন তিনি জয়ের কাছে শান্তি পাবেন। এই সংখ্যার গল্প এটাই। ছবি সৌজন্য: ডি সি কমিকস
 

Advertisement
Superman Son Jon Kent is bisexual DC Comics will show that abk one
 • 4/11

এটা সন্দেহ নেই, এই ঘটনা নিয়ে তোলপাড় হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সুপারম্যানের মতো আইকনিক ক্যারেক্টারে কোনও বদল এলে বা তার নতুন কোনও তথ্য জানা গেলে, সাড়া পড়ে যাবে। সুপারম্যান প্রবল জনপ্রিয়। কমিকস দুনিয়ার উদাহরণ হয়ে উঠতে পারে সেটি। ছবি সৌজন্য: ডি সি কমিকস

Superman Son Jon Kent is bisexual DC Comics will show that abk two
 • 5/11

এবং এর দীর্ঘমেয়াদি ফল পড়তে পারে। অন্যান্য প্রকাশক এলজিবিজিকিউ (LGBTQ)-কে নিজেদের পাতায় জায়গা দিতে পারার ক্ষেত্রে অনেক সাহস পাবেন। ছবি সৌজন্য: ডি সি কমিকস

Superman Son Jon Kent is bisexual DC Comics will show that abk three
 • 6/11

তবে সুপারম্যানের এই চরিত্রগুলোকে বাইসেক্সুয়াল হিসেবে দেখেছেন সকলে। ছবি: এপি

Superman Son Jon Kent is bisexual DC Comics will show that abk five
 • 7/11

অগাস্ট মাসে ডি সি কমিকস (DC Comics)-এর একটি সংখ্যা প্রকাশিত হয়েছিল। যেখানে টিম ড্রেক বা রবিন জোর ঘনিষ্ঠ যিনি, তাকে বাইসেক্সুয়াল হিসেবে দেখানো হয়েছে। ছবি সৌজন্য: ডি সি কমিকস

Advertisement
Superman Son Jon Kent is bisexual DC Comics will show that abk six
 • 8/11

বলা যেতে পারে এলজিবিটিকিউ (LGBTQ)-এর মধ্যে জনপ্রিয় চরিত্রগুলোর মধ্যে রয়েছে ব্য়াটওম্যান (Batwoman), হার্লে কুইন (Harley Quinn), অ্যালন স্কট (Alan Scott)। ছবি সৌজন্য: ডি সি কমিকস
 

Superman Son Jon Kent is bisexual DC Comics will show that abk seven
 • 9/11

মার্বেলসের আইসম্যান (Iceman), আমেরিক চাভেজ (America Chavez বা মিস আমেরিকা)-ও তাই। ছবি সৌজন্য: ডি সি কমিকস

Superman Son Jon Kent is bisexual DC Comics will show that abk eight
 • 10/11

আবার নর্থস্টার নামেও এক চরিত্র রয়েছে, যে সমকামী বা গে। ১৯৯২ সালে এক সংখ্যায় তার ব্য়াপারে উল্লেখ ছিল। ছবি সৌজন্য: ডি সি কমিকস

Superman Son Jon Kent is bisexual DC Comics will show that abk nine
 • 11/11

সুপারম্যান সিম্বল নিয়ে টম টেলর
ডার্ক নাইটস অফ স্টিল খ্যাত টম টেলর এক ইন্টারভিউয়ে বলেন, আমি সপব সময় বলেছি, সবারই একজন হিরো চাই। আর এটা সবার অধিকার রয়েছে, নিজের হিরোর মধ্য়ে নিজেকে দেখতে পান। আমি ডিসি আর ওয়ার্নার ব্রাদার্সের কাছে কৃতজ্ঞ যে ওরা এই আইডিয়া কাজে লাগাতে পারছেন। ছবি সৌজন্য: ডি সি কমিকস

Advertisement