scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

Instagram-এ আগুন ঝরাচ্ছেন Katrina Kaif, দেখেই ঘুম ছুটেছে নেটিজেনদের

সুন্দরী ক্যাটরিনা
  • 1/8

ক্যাটরিনা কাইফ বলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সুন্দর এবং স্টানিং অ্যাক্ট্রেস এর মধ্যে পরিগণিত হয়। ক্যাটরিনা বলিউডে নিজের পরিশ্রমের একটা বড় জায়গা করে নিয়েছেন। ক্যাটরিনা এখন খুব শিগগিরই অক্ষয় কুমারের বিপরীতে সূর্যবংশী ফিল্মে অভিনয় করতে চলেছেন।
 

সুন্দরী ক্যাটরিনা
  • 2/8

তিনি এখন সেই সিনেমারে প্রমোশনে ব্যস্ত। প্রমোশনের মধ্যেই ক্যাটরিনা কাইফ নিজের অপার সৌন্দর্য সোশ্যাল সাইটে উজার করে দিয়েছেন। তার তন্বী শরীর চুঁয়ে পড়া লাস্য এবং প্রজাপতির মতো রঙিন পোশাক তাঁকে সৌন্দর্যের খনি বানিয়ে তুলেছে।

সুন্দরী ক্যাটরিনা
  • 3/8

কোটি কোটি মানুষের হৃদয়ে দোলা লাগানো ক্যাটরিনা কাইফের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল-এ নিজের ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা। সমুদ্রতীরে সাদা রঙের টাইট ড্রেস পড়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে  তাঁকে। তাতে তাঁর দেহবল্লরীগুলি ভালো করে ফুটে উঠেছে। যাতে তাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।

Advertisement
সুন্দরী ক্যাটরিনা
  • 4/8

খোলা চুলে ক্যাটরিনার স্টানিং লুক দেখে ইতিমধ্যেই শেয়ার, লাইক, কমেন্টের বন্যা ছুটছে। নেটিজেনদের মধ্যে ক্যাটরিনার ছবি রয়েছে। এরপর সেখান থেকে আলাদা পোজে দেখা যাচ্ছে ক্যাটরিনার ছবিও। ক্যাটরিনার এই নয়া অবতারগুলি দুর্দান্ত পছন্দ হয়েছে ফ্যানসদের।

সুন্দরী ক্যাটরিনা
  • 5/8

ক্যাটরিনার এই ছবিগুলোতে ব্যাপক ভালোবাসা পাচ্ছে সোস্যাল সাইট জুড়ে। কয়েক ঘন্টার মধ্যেই অ্যাক্ট্রেস এর এই ছবি কয়েক লক্ষ লোক লাইক করে ফেলেছেন। কমেন্ট সেকশনে ক্যাটরিনাকে হট ও সেক্সি বলে মন্তব্য করা হচ্ছে।

সুন্দরী ক্যাটরিনা
  • 6/8

শুধু তাই নয় তার সতীর্থ অনেক সেলিব্রিটিও তাঁর ছবিতে লাইক-কমেন্ট করেছেন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ সকলেই। বলিউড অ্যাক্ট্রেস অনুষ্কা শর্মা ক্যাটরিনার প্রশংসা করে লিখেছেন বিউটি। সেখানে রনবীর সিং নিজের মতো করে প্রশংসা করেছেন।

সুন্দরী ক্যাটরিনা
  • 7/8

ক্যাটরিনা বর্তমানে রোহিত শেট্টির সঙ্গে সিনেমা সূর্যবংশী-র প্রমোশনের ব্যস্ত। ওই সিনেমায় তাঁর বিপরীতে অক্ষয় কুমার রয়েছেন। এই মুহূর্তে  সিনেমা রামসেতুর শুটিং করছেন অক্ষয়। সেখানেই ব্যস্ত। অক্ষয়ের বিপরীতে রয়েছেন জ্য়াকলিন ফার্নান্ডেজ।

 

Advertisement
সুন্দরী ক্যাটরিনা
  • 8/8

সেখানে ক্যাটরিনার কথা বলতে গেলে, তিনি অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে নিজের রিলেশনশিপের খবর নিয়ে চর্চার মধ্যে রয়েছেন। তাঁদের সম্প্রতি এনগেজমেন্ট হওয়ার কথা রয়েছে। সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে সরদার উধম সিং এ স্পেশাল স্ক্রিনিং দেখা গিয়েছিল ক্যাটরিনা এবং ভিকিকে। 

Advertisement