scorecardresearch
 

Golden Globe Awards 2021: সেরা অভিনেত্রী রোসামুন্ড পাইক, কার ঝুলিতে এলো কোন পুরস্কার? দেখে নিন এক নজরে

রবিবার (ভারতে) হয়ে গেল ৭৮ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস (Golden Globe Awards)। এই বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড শো ভার্চুয়াল মাধ্যমেই অনুষ্ঠিত হচ্ছে। চিত্রনাট্যকার হারমান মানকাউইচের (Herman Mankiewicz) জীবন অবলম্বনে তৈরি 'ম্যাঙ্ক' সর্বাধিক সংখ্যক মনোনয়ন পেয়েছে। এছাড়া 'ক্রাউন' টেলিভিশন সিরিয়ালটি এই বছর ধারাবাহিকের মধ্যে সর্বাধিক মনোনয়ন পেয়েছিল এবং চারটি বিভাগে জিতেছে।

Advertisement
সেরা অভিনেত্রী রোসামুন্ড পাইক সেরা অভিনেত্রী রোসামুন্ড পাইক
হাইলাইটস
  • হয়ে গেল ৭৮ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
  • এবছর এই অ্যাওয়ার্ড শো ভার্চুয়াল মাধ্যমেই অনুষ্ঠিত হচ্ছে।
  • চতুর্থবার পুরস্কারের সঞ্চালক হিসাবে রয়েছেন অ্যামি- টিনা।

রবিবার (ভারতে) হয়ে গেল ৭৮ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস (Golden Globe Awards)। করোনা ভাইরাস অতিমারীর জন্যে প্রায় দুই মাস পিছিয়ে গিয়েছিল এই অ্যাওয়ার্ড শো। এই বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড শো ভার্চুয়াল মাধ্যমেই অনুষ্ঠিত হচ্ছে। চতুর্থবার পুরস্কারের সঞ্চালক হিসাবে দেখা যাচ্ছে অ্যামি পোহলার (Amy Poehler)  এবং টিনা ফে (Tina Fey)-কে। টিনা নিউ ইয়র্ক থেকে এবং অ্যামি ক্যালিফোর্নিয়া থেকে যোগ দিয়েছেন অনুষ্ঠানে। 

সাধারণত জানুয়ারিতে অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস শো। তবে এই বছর এই অনুষ্ঠানটি বিলম্বিত হয়েছে। চিত্রনাট্যকার হারমান মানকাউইচের (Herman Mankiewicz) জীবন অবলম্বনে তৈরি 'ম্যাঙ্ক' সর্বাধিক সংখ্যক মনোনয়ন পেয়েছে। এছাড়া 'ক্রাউন' টেলিভিশন সিরিয়ালটি এই বছর ধারাবাহিকের মধ্যে সর্বাধিক মনোনয়ন পেয়েছিল এবং চারটি বিভাগে জিতেছে।

চাদউইক বোজম্যান (Chadwick Boseman) মা রেইনি'স 'ব্ল্যাক বটম' (Ma Rainey's Black Bottom) ছবিতে অভিনয়ের জন্য মরণোত্তর সেরা অভিনেতার পুরষ্কারে ভূষিত হন। অভিনেতা মাত্র ৪২ বছর বয়সে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত। 

এক নজরে দেখে নিন বিজয়ীদের নাম:

* সেরা সিনেমা (ড্রামা): নোমাডল্যান্ড।

* সেরা সিনেমা (মিউজিক্যাল/কমেডি): বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম

* সেরা অভিনেত্রী- মোশন পিকচার (ড্রামা): আন্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে)

* সেরা অভিনেতা-মোশন পিকচার (ড্রামা): চ্যাডউইক বোজম্যান (মা রেইনি’স ব্ল্যাক বটম)

* সেরা অভিনেত্রী- মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি): রোসামুন্ড পাইক (আই কেয়ার অ্যা লট)

আরও পড়ুন: সারাদিনের বিনোদনের সমস্ত খুঁটিনাটি! জানুন এক ক্লিকেই

* সেরা অভিনেতা- মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি): সাশা ব্যারন কোহেন (বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম)

* সেরা পার্শ্ব অভিনেত্রী (মোশন পিকচার্স): জোডি ফস্টার (দ্য মরিটেনিয়ান)

Advertisement

* সেরা পার্শ্ব অভিনেতা (মোশন পিকচার্স): ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)

* সেরা পরিচালক (মোশান পিকচার): ক্লোয়ে ঝাও (নোমাডল্যান্ড)

* সেরা চিত্রনাট্য: দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭

আরও পড়ুন: আক্রমণ করে চুরি হয়েছে লেডি গাগার পোষ্য! খুঁজে দিলেই মিলবে প্রায় ৩ কোটি টাকা পুরষ্কার 

* সেরা সিনেমা (অ্যানিমেটেড): সৌল

* সেরা বিদেশি ভাষার সিনেমা: মিনারি (যুক্তরাষ্ট্র)

* সেরা ড্রামা সিরিজ: দ্য ক্রাউন

* সেরা মিউক্যাল/কমেডি সিরিজ: শিট’স ক্রিক

* সেরা টেলিভিশন মোশন পিকচার: দ্য কুইন’স গ্যাম্বিট

আরও পড়ুন: হঠাৎই পাপারাৎজির ওপর রেগে গেলেন অর্জুন কাপুর, দেখুন সেই Video

* সেরা টিভি অভিনেত্রী (ড্রামা সিরিজ): এমা করিন (দ্য ক্রাউন)

* সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): জশ ও’কনোর (দ্য ক্রাউন)

* সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/ কমেডি): ক্যাথেরিন ও’হারা (শিট’স ক্রিক)

* সেরা অভিনেতা (মিউজিক্যাল/ কমেডি): জেসন সুডেইকিস (টেড ল্যাসো)

Advertisement