বিখ্যাত কোরিয়ান পপ ব্যান্ডের এই প্রধান সদস্যটির নামকে দুই দিক থেকেই ব্যাখ্যা করা যায়। অস্বীকার করার কোনও উপায়ই নেই যে তিনি BTS ব্যান্ডের গায়ক বা ভোকালিস্ট। আবার সৌন্দর্যের দিক থেকেও তাঁর খ্যাতি বিশ্বজোড়া! চলতি বছরে কোরিয়ার সব চেয়ে সুন্দর দেখতে যে পুরুষদের তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে দ্বিতীয় স্থানটি সগৌরবে দখল করে রেখেছেন V!
৮ জানুয়ারি এ হেন পপস্টার পা রাখলেন ২৫ বছরে। জন্মদিনে ঝালিয়ে নেওয়া যাক তাঁর জীবনের কিছু বিস্ময়কর তথ্য!
১. নামে কী আসে-যায়, এ কথাটা অন্তত V-এর ক্ষেত্রে খাটে না! তাঁর আসল নাম কিম তেহিউং (Kim Taehyung)। জন্ম দক্ষিণ কোরিয়ার দেইগু জেলার সিও শহরে। এই জন্মসূত্রে পাওয়া নাম আর কর্মসূত্রে V নামকরণ ছাড়াও আত্মীয় এবং বন্ধুরা তাঁকে নানা নামে ডেকে থাকেন। বেবি বিয়ার, গুচি বয়, সিক্রেট উইপন, টে টে, CGV, বেবি লায়ন- সবক'টাই তাঁর স্টাইল স্টেটমেন্টের সঙ্গে মানানসই!
২. খবর বলে, ডাকসাইটে এই পপস্টার না কি এখনও সিঙ্গল রয়েছেন! মাঝে অবশ্য গুজব উঠেছিল যে তাঁরই এক ভক্তের প্রেমে মজেছেন V। পরে গায়ক নিজেই এ ব্যাপারে সব জল্পনার অবসান ঘটান, জানান যে তাঁরা না কি শুধুই বন্ধু!
৩. বিগ হিট এন্টারটেনমেন্ট যতই সংস্থার নাম হোক না কেন, আদতে তকমাটা V-এর ক্ষেত্রেই প্রযোজ্য! এই সংস্থায় ট্রেনি হিসেবে কাজ করতে এসেছিলেন তিনি। এই সংস্থাই পরে BTS-এর জন্ম দেয় এবং যার সব চেয়ে জনপ্রিয় সদস্য হিসেবে বিশ্বদরবারে নিজেকে তুলে ধরেন V প্রতিভার জোরে।
৪. ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কাছ থেকে অর্ডার অফ কালচারাল মেরিট পুরস্কারের পদকও পেয়েছেন V। কোরিয়ার সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর যে অবদান, তারই সাম্মানিক এই পদক!
৫. পাশাপাশি, তাঁর প্রতিভাকে সম্মান জানিয়েছে দুবাইয়ের বুর্জ খলিফাও! কোরিয়ার পপস্টারদের মধ্যে V-ই একমাত্র ব্যক্তি, যাঁর ছবি ফুটে উঠেছিল বিশ্বের উচ্চতম বাড়ির গায়ে!