scorecardresearch
 
Advertisement
ওটিটি

ববির 'আশ্রমে' ত্রিধার প্রবেশ, বোল্ড লুকে নজরে বঙ্গললনা

tridha
  • 1/12

বাঙালি এই কন্যার সঙ্গে কলকাতার পরিচয় ঘটেছিল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি মিশর রহস্যে। তারপর অরিন্দম শীলের শবর সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। তবে আপাতত তিনি মুম্বইয়ের বাসিন্দা। ফোটো- ত্রিধার ইনস্টাগ্রাম

tridha
  • 2/12

সেখানে থেকেই একের পর এক ওয়েব সিরিজ, সিনেমায় নজর কাড়ছেন ত্রিধা চৌধুরী। আশ্রম সিরিজে ববি দেওলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন তিনি। ফোটো- ত্রিধার ইনস্টাগ্রাম

tridha
  • 3/12

আশ্রম সিরিজে ববিতার ভূমিকায় অভিনয় করছেন ত্রিধা। সেখানেই তাঁর বিপরীতে রয়েছেন ববি দেওল। এছাড়াও বন্দিশ ব্যান্ডিটস-এ সিরিজে অভিনয় করেছেন তিনি। ফোটো- ত্রিধার ইনস্টাগ্রাম

Advertisement
tridha
  • 4/12

বাংলা ছবি দিয়ে যাত্রা শুরু হলেও পরবর্তীতে তামিল, মালয়ালম ও তেলুগু- নানা ভাষার ছবিতে কাজ করেছেন ত্রিধা। ২০১৩ সালে রুপোলি পর্দায় যে যাত্রা শুরু করেছিলেন তাতে বেশ সফল নায়িকা। ফোটো- ত্রিধার ইনস্টাগ্রাম

tridha
  • 5/12

বাংলার ওয়েবর সিরিজ সেই যে হলুদ পাখি-তেও দেখা গিয়েছে ত্রিধাকে। আপাতত আশ্রম ২ নিয়ে চর্চায় তিনি। তবে ত্রিধার ইচ্ছে সিনেদুনিয়ায় নিজের ছাপ রাখতে চান। ফোটো- ত্রিধার ইনস্টাগ্রাম সৌজন্যে

tridha
  • 6/12

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়  ‘হট যা সামনে সে, মেরি আঁখিয়া লড়ি হ্যায়’ নেচে ভাইরাল ত্রিধা। বরুণ ধাওয়ানের ‘কুলি নম্বর ১’-এর প্রেমে পড়েছেন নায়িকা। ফোটো- ত্রিধার ইনস্টাগ্রাম সৌজন্যে

tridha
  • 7/12

কিছুদিন আগেই এক মিউজ়িক ভিডিয়োর শুটিং করতে শহরে এসেছিলেন ত্রিধা। তা নিয়ে বিতর্কও কম হয়নি। তবে তা নিজের মতো করে সামলে নিয়েছেন পর্দার ববিতা। ফোটো- ত্রিধার ইনস্টাগ্রাম সৌজন্যে
 

Advertisement
tridha
  • 8/12

বাংলায় ত্রিধার কেরিয়ার ততটা সাফল্যের মুখ না দেখলেও বলিউডে বেশ ভালই কাজ করছেন তিনি। দেহলিজ, দুলহা ওয়ান্টেড, স্পটলাইটের মতো টেলি সিরিজও করেছেন ত্রিধা। ফোটো- ত্রিধার ইনস্টাগ্রাম সৌজন্যে
 

tridha
  • 9/12

তবে স্পলাইটে এসেছেন আশ্রম সিরিজের কারণেই। এ বছর শুটিং হচ্ছে  'যশ রাজ ফিল্মস'-এর ছবি 'শামসেরা'। সেখানে দেখা যাবে এই বাঙালি মেয়েকে। ফোটো- ত্রিধার ইনস্টাগ্রাম সৌজন্যে

tridha
  • 10/12

২০২০র ৩১ জুলাই মুক্তি পাওয়ার কথা এই ছবিটির কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে গিয়েছে। তবে লকডাউনের মধ্যেই মুক্তি পেয়েছে ত্রিধার তিনটে ওয়েব সিরিজ। ফোটো- ত্রিধার ইনস্টাগ্রাম সৌজন্যে

tridha
  • 11/12

স্কটিশ চার্জ কলেজ থেকে মাইক্রোবায়েলজিতে অনার্সে স্নাতক এই নায়িকার বরাবরই ঝোঁক ছিল রুপোলি পর্দার প্রতি। স্বপ্ন সত্যি হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে মিশর রহস্য ছবিতে। ফোটো- এিধার ইনস্টাগ্রাম

Advertisement
tridha
  • 12/12

আপাতত মুম্বইতেই রয়েছেন নায়িকা। ফোটো- ত্রিধার ইনস্টাগ্রাম সৌজন্যে

Advertisement