Advertisement
মনোরঞ্জন

কারও প্রেম তো কারও সংসার! টেলি দুনিয়াতেই সঙ্গী খুঁজে পেয়েছেন যে তারকারা

  • 1/11

নীল ভট্টাচার্য ও তৃণা সাহার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল অনেকদিন। এবার জানা গিয়েছে আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসবেন টেলিভিশনের এই দুই জনপ্রিয় মুখ। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধছেন তাঁরা। মধুচন্দ্রিমার জন্য গ্রিসে যাওয়ার পরিকল্পনা সেরে ফেলেছেন পর্দার নিখিল ও গুনগুন। ভিডিও কলে হঠাৎ তৃণাকে বিয়ে প্রস্তাব দেন নীল। না করেননি নায়িকা। ফোটো- নীলের ইনস্টাগ্রাম

  • 2/11

আগামী বছর আইনি বিয়ে সারবেন। এমনটাই ঠিক করে ফেলেছেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় ও ও প্রমিতা চক্রবর্তী। টেলি জগতের এই জুটির প্রেমকাহিনির বয়স বছর দুই। রেজিস্ট্রি বিয়ের জন্য পুরুলিয়ার পাড়ি দেবেন তাঁরা। ২০২২ সালে সামাজিক বিয়ের করার ইচ্ছে রয়েছে এই জুটির। ফোটো- প্রমিতার ইনস্টাগ্রাম

  • 3/11

অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল প্রেম করছেন মানালি-অভিমন্যু। অবশেষে লকডাউনেই মালাবদল ও সিঁদুরদানে বিয়ে সারলেন দুজনে। আড়ম্বরহীন, কেবল কাছের মানুষদের নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি। ১৫ অগস্ট রেজিস্ট্রি সেরে নিয়েছিলেই আগেই। ‘নিমকি ফুলকি’ ছবির শুটিংয়ে অভিমন্যুর সঙ্গে প্রেম হয় মানালির। ফোটো- মানালির ইনস্টাগ্রাম

Advertisement
  • 4/11

২০১৯ এর ৬ মে বিয়ে হয়েছিল অভিনেতা জিতু কমল ও নবনীতার। এক বছর যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জনও কানে এসেছিল। কিন্তু সেসব গুজবকে পাত্তা না দিয়ে পাহাড়ে দিব্যি ঘুরেও এলেন এই দম্পতি। মজা করে নবনীতা জিতুকে বলেছিলেন তাঁকে বিয়ে করতে। অবশেষে সেটাই সত্যি হয়ে গিয়েছে। ফোটো- জিতু কমলের ইনস্টাগ্রাম

  • 5/11

‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকে পর্দায় সংসার করার পর একসঙ্গে থাকার কথা ভেবেছিলেন এই জুটি। সেই মতো বিয়েও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা টেকেনি। গতবছরই বিচ্ছেদ হয়ে গিয়েছে মধুমিতা ও সৌরভের। সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছিলেন, আলাদা হওয়ার সিদ্ধান্ত তাদের দুজনের ছিল। ফোটো- সৌরভের ফেসবুক 

  • 6/11

ত্রিনয়নী অভিনেতা গৌরব রায় চৌধুরী ডেট করছেন শ্রীমা ভট্টাচার্যকে। যদিও এই কথাটা আড়ালেই রাখতে চেয়েছিলেন দুজনে। কিন্তু তা আর হল না। শোনা যেত, দুজনকে নাকি প্রায়শই দেখা যায় একে অপরের শুটিং সেটে। অবশেষে সিলমোহর পড়েছে তাদের সম্পর্কে। অন্তত ইন্ডাস্ট্রিতে কান পাতলে খবর এমনটাই। ফোটো- ফেসবুক 

  • 7/11

শুটিংয়ে দুজনের আলাপ হয়, তারপরে প্রেম ও বিয়ে। পায়েল ও দ্বৈপায়ন একসঙ্গে কাজ করেছেন টেলিফিল্মেও। তাদের একমাত্র ছেলে  ‘মিরাক’। ফোটো- পায়েলের ইনস্টাগ্রাম 

Advertisement
  • 8/11

বিয়ের আগে লিভ-ইন সম্পর্কে ছিলেন দেবলীনা-তথাগত। তথাগতর অতীতের বিবাহ বিচ্ছেদ, দেবলীনার ব্যক্তিগত সমস্যা সবকিছু থেকে বেরিয়ে এসে এখন তাঁরা হ্যাপিলি ম্যারেড। ফোটো- দেবলীনার ফেসবুক 

  • 9/11

বাড়ির ঘরোয়া পার্টিতে আলাপ তারপর প্রেম। শেষমেষ এনগেজমেন্ট হয়েছিল ২০১৬ সালের ৩১ ডিসেম্বর। তারপর সামাজিক মতে বিয়েটাও সেরে ফেলেছেন প্রিয়ম ও শুভজিৎ। ফোটো- ফেসবুক 

  • 10/11

'ভালোবাসা ডট কম' ধারাবাহিকের মাধ্যমে প্রথম টেলিভিশন জগতে পা রেখেছিল মধুবনী-রাজা। তারপরেই প্রেম ও ২০১৬ সালে পরিণয়। সম্প্রতি নিজের গর্ভবতী হওয়ার কথাও সোশাল মিডিয়ায় জানিয়েছেন মধুবনী। ফোটো- মধুবনীর ফেসবুক 

  • 11/11

টেলিপাড়ার দুই লাভ বার্ডস  বললে কম বলা হবে না। আপাতত প্রেমের খবরই কানে এসেছে বিয়েটা কবে হবে বলা যাচ্ছে না। তবে এবারের লক্ষ্মী পুজোতেও একসঙ্গে দেখা গিয়েছে এই যুগলকে। ফোটো- ত্বরিতার ইনস্টাগ্রাম

Advertisement