Aneet Padda: 'সাইয়ারা'-র সাফল্যের পরে ওটিটি ডেবিউ করছেন অনীত? জোর চর্চা বি-টাউনে

Bollywood News: ডেবিউ ছবিতেই বাজিমাত করেছেন আহান - অনীত। এদিকে বি-টাউনে শুরু হয়েছে নতুন জল্পনা। বড় পর্দায় ছক্কা হাঁকানোর পরে, এবার নাকি ওটিটিতেও নজর কাড়তে চলেছেন অভিনেত্রী।  

Advertisement
'সাইয়ারা'-র সাফল্যের পরে ওটিটি ডেবিউ করছেন অনীত? জোর চর্চা বি-টাউনে অনীত পাড্ডা (ছবি: ইনস্টাগ্রাম)

শিরোনামে 'সাইয়ারা'। মোহিত সুরি পরিচালিত এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। আহান পান্ডে ও  অনীত পাড্ডা অভিনীত মিউজিক্যাল রোম্যান্টিক ছবি 'সাইয়ারা'-র প্রশংসায় পঞ্চমুখ সকলে। ছবির উন্মাদনা সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে। ডেবিউ ছবিতেই বাজিমাত করেছেন আহান - অনীত। এদিকে বি-টাউনে শুরু হয়েছে নতুন জল্পনা। বড় পর্দায় ছক্কা হাঁকানোর পরে, এবার নাকি ওটিটিতেও নজর কাড়তে চলেছেন অভিনেত্রী।  

সংবাদ প্রতিবেদন অনুসারে, এবার হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে অনীত পাড্ডাকে। খবর অনুযায়ী, বাস্তব কাহিনীভিত্তিক 'ন্যায়' সিরিজে দেখা যাবে। ফতিমা সানা শেখের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অনীতকে। গত বছরই শ্যুটিং হয়েছে এবং শীঘ্রই একটি বড় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। তবে সকলের মনে যে প্রশ্নটি আসছে তা হল, প্রথম ছবিটি সুপারহিট হওয়ার পরে অনীত কেন ওটিটির দিকে ঝুঁকছেন? জানা যাচ্ছে, এই সিরিজটির শ্যুটিং 'সাইয়ারা'-র চুক্তিতে সই করার অনেক আগেই সেরেছিলেন। 

'ন্যায়'-র গল্প কী হবে?

'ন্যায়' একটি তরুণীর গল্প, যে একজন শক্তিশালী ধর্মীগুরুর যৌন নির্যাতনের শিকার হয় এবং আদালতে তার বিরুদ্ধে লড়াই করে। এই সিরিজে, অনীত ১৭ বছর বয়সী এক নির্যাতিতার ভূমিকায় অভিনয় করছেন। যে, শুধু সমাজের চাপের মধ্যেই আইনি সমস্যার সঙ্গেও লড়াই করে। এই সিরিজে ফতিমা একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। এর পাশাপাশি অর্জুন মাথুরকে দেখা যাবে একজন আইনজীবীর চরিত্রে। 'ন্যায়' পরিচালনা করেছেন নিত্য মেহরা এবং করণ কাপাডিয়া। নিত্য এর আগে 'বার বার দেখো' ছবিটি পরিচালনা করেছেন। অনিতের অনুগামীরা এখন তাঁকে ওটিটিতে দেখতে আগ্রহী।

প্রসঙ্গত, 'সাইয়ারা ছবিটি বক্স অফিসে বিপুল লক্ষ্মীলাভ করছে। এর আয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এখন ছবিটি একটি নতুন রেকর্ডও তৈরি করেছে। স্যাকানিল্কের প্রতিবেদন অনুসারে, ছবিটি তার নবম দিনে প্রায় ২৬.৫ কোটি টাকা আয় করেছে। যার পরে এর আয় ২১৭.২৫ কোটিতে পৌঁছেছে। 'সাইয়ারা' এই বছরের দ্বিতীয় ছবি যা ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement