Advertisement

ওটিটি

আরিয়ান খানের সিরিজ থেকে সৃজিতের 'ফেলুদা', পুজোর ছুটিতে কী কী দেখবেন OTT-তে?

আরিয়ান খানের সিরিজ থেকে সৃজিতের 'ফেলুদা', পুজোর ছুটিতে কী কী দেখবেন OTT-তে?

26 Sep 2025

OTT Releases: নবরাত্রি শুরু হয়ে গিয়েছে। আর দুর্গাপুজো প্রায় শুরুর মুখেই। যদিও বৃষ্টি অসুর হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টিতে অনেকেই বাড়ি থেকে বেরোতে চান না আবার এমন মানুষও রয়েছেন যাঁরা পুজোতে প্রিয়জনদের নিয়ে বাড়িতেই পার্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর এই সময় ওটিটি প্ল্যাটফর্মে একাধিক সিরিজ দেখে নিতে পারেন সবাই মিলে। আসুন দেখে নিন বাংলা ও হিন্দি কোন কোন সিরিজ এই সময় আপনি দেখতে পারবেন।

Advertisement