Saiyaara OTT: এই বছর বলিউডের বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে মোহিত সুরি পরিচালিত 'সাইয়ারা'। মুক্তির পর থেকেই এই সিনেমাকে ঘিরে নতুন প্রজন্মের উন্মাদনা একেবারে অন্য মাত্রায় পৌঁছেছে। যা একেবারেই ছিল অপ্রত্যাশিত। সাইয়ারা ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করলেন আহান পাণ্ডে ও অনীত পড্ডা। পর্দার কৃষ কাপুর ও বাণী বত্রা সকলের মন জয় করে নিয়েছেন নিমেষে।
Bollywood News: ডেবিউ ছবিতেই বাজিমাত করেছেন আহান - অনীত। এদিকে বি-টাউনে শুরু হয়েছে নতুন জল্পনা। বড় পর্দায় ছক্কা হাঁকানোর পরে, এবার নাকি ওটিটিতেও নজর কাড়তে চলেছেন অভিনেত্রী।