New Bengali Web Series: নানা প্রশ্ন রেখে শেষ হয়েছিল সিজন ২। বোঝা গিয়েছিল তৃতীয় সিজন আসবে। অপেক্ষায় ছিলেন সকলে। এবার আসছে 'মন্টু পাইলট' সিজন ৩'। ২১ জানুয়ারি পর্দার 'মন্টু', সৌরভ দাসের জন্মদিন। বিশেষ দিনে সামনে এল চরিত্র লুক।
Web Series Updates: ২০২৬ সালের ১২ মাসের ১২ নতুন গল্পের ঘোষণা হল। কিছু সিরিজের যেমন দ্বিতীয় বা তৃতীয় সিজন আসছে, সেরকম থাকছে ৬ নতুন গল্প। পুরনোদের সঙ্গে নতুনভাবে যুক্ত হচ্ছেন টলিপাড়ার অন্যান্য তাবড় শিল্পীরা।