06 Sep 2024
Rajnandini Paul as Devi durga: দেবীপক্ষের সূচনায় কে হবেন দেবী দুর্গা, এই নিয়ে প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে। অন্যান্য অনেক কিছুর মতো সময়ের সঙ্গে মহালয়ার অনুষ্ঠানেও বিবর্তনের ছোঁয়া অনেকটাই স্পষ্ট। এবার প্রথমবার ওটিটির পর্দায় দেখা যাবে মহালায়ার অনুষ্ঠান।