Advertisement

ওটিটি

Netflix এ থ্রিলার ঝড়! ঘুম উড়িয়ে দেবে এই ১০টি দুর্ধর্ষ সিনেমা

Netflix এ থ্রিলার ঝড়! ঘুম উড়িয়ে দেবে এই ১০টি দুর্ধর্ষ সিনেমা

16 Nov 2025

Top 10 Thriller Movies: Netflix এ সবচেয়ে সস্তার প্ল্যান মাসে ১৪৯ টাকার। আর তাতেই দেশবিদেশের সেরা সেরা কনটেন্ট দেখতে পাবেন। চাইলে এক মাসের জন্য নিয়ে দেখে নিতে পারেন। bangla.aajtak.in-এর এই লিস্টিকলে নেটফ্লিক্সের সেরা ১০টি থ্রিলারের তালিকা দেওয়া হল।

দ্বাপর যুগে মর্ডান ফার্নিচার কোত্থেকে এল? AI মহাভারত সিরিজ নিয়ে ট্রোলিং

দ্বাপর যুগে মর্ডান ফার্নিচার কোত্থেকে এল? AI মহাভারত সিরিজ নিয়ে ট্রোলিং

03 Nov 2025

পৌরানিক কাহিনীর শো-সিরিয়াল নিয়ে ভারতীয় দর্শকদের আগ্রহ বরাবর। বিশেষ করে তা যদি মহাভারত বা রামায়ণ হয়ে থাকে। বি আর চোপড়ার আইকনিক মহাভারত ও সেই শোয়ের সকল কলাকুশলীদের এখনও মনে রেখে দিয়েছেন দর্শকেরা।

কান্তারা-১ থেকে বাগী-৪, এই উইকেন্ডে OTT রিলিজের তালিকায় একের পর এক ব্লকবাস্টার
photo icon

কান্তারা-১ থেকে বাগী-৪, এই উইকেন্ডে OTT রিলিজের তালিকায় একের পর এক ব্লকবাস্টার

01 Nov 2025

OTT Release: এই সমস্ত ছবিগুলি এখন অ্যামাজন প্রাইম ভিডিও, জিও হটস্টার এবং জি৫-এর মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। বক্স অফিসে বিপুল সাফল্যের পর, দর্শকরা এখন ঘরে বসেই এই সিনেমাগুলি উপভোগ করতে পারবেন।

Advertisement