Dipannita Rakshit New Web Series: প্ল্যাটফর্মে ডেবিউ করছেন টেলি নায়িকা। রাজদীপ ঘোষের পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ 'প্রফেসর সেনগুপ্ত'। মঙ্গলবার প্রকাশ্যে এল চরিত্র লুক।
Panchayat Season 4-এর গল্প শুরু হয়েছে সিজন ৩-এর পরপরই। প্রধানজি (রঘুবীর যাদব) গুলিবিদ্ধ হয়েছিলেন। এখন শারীরিকভাবে সুস্থ হলেও মানসিক চাপ রয়েছে। সচিবজি (জিতেন্দ্র কুমার) কোর্ট-কাছারির ঝামেলায় জড়িয়ে পড়েছেন, যার মূল কারণ বিধায়কের সঙ্গে সংঘাত।