চার বন্ধু গোয়ায় গেলেন। কিন্তু আনন্দ- ফূর্তির সব প্ল্যান বানচাল হয়ে ঘটতে থাকল একের পর এক বিপত্তি। এরপর? ঠিক এভাবেই এগোবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ 'অলক্ষ্মীজ ইন গোয়া' (Awlokkhis in Goa)-র গল্প। ডার্ক কমেডির মোড়কে তৈরি এই সিরিজের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা জয়দীপ বন্দোপাধ্যায়ের। সিরিজটি আসছে ফিল্মস অ্যান্ড ফ্রেমসের ব্যানারে।
চার বন্ধুর চরিত্রে দেখা যাবে প্রিয়াংকা মণ্ডল, প্রিয়াংকা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায় ও আভেরী সিংহ রায়কে। 'অলক্ষ্মীজ ইন গোয়া' সিরিজে অভিনয় করার কথা ছিল ঐন্দ্রিলা শর্মার। কিন্তু সে সময়ই তিনি অসুস্থ হওয়ায়, তাঁর বদলে নেওয়া হয় অন্য অভিনেত্রীকে।
এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন দেবরাজ ভট্টাচার্য, শ্রীদীপ মুখোপাধ্যায়, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দুর্বার শর্মা, দিলীপ ভারতী, সোমনাথ মণ্ডল, সুস্নাত ভট্টাচার্যর মতো শিল্পীরা। সিরিজের সংলাপ লিখেছেন সৌমিত দেব। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন অঙ্কিত সেনগুপ্ত। এছাড়া সঙ্গীত পরিচালনা ও আবহ সঙ্গীত নির্মাণ প্রাঞ্জল দাসের।
কেমন ভাবে এগোবে 'অলক্ষ্মীজ ইন গোয়া'-র গল্প? তিতাস, বর্ষা, হৈ, রনিতা৷ মফঃস্বলে বড় হওয়া এই চারজন খুব কাছের বন্ধু। ছোটবেলা থেকেই পরিবার, সমাজ, সকলে 'অলক্ষ্মী' বলে ডেকেছে তাদের। ওদের দস্যিপনার কথা স্কুল পেরিয়ে কলেজ এবং এরপরেও সকলেই প্রায় জানেন। বলিউড ছবি 'দিল চাহতা হ্যায়' দেখে তারা ঠিক করে বড় হয়ে তিতাসের ব্যাচেলারেটে গোয়া যাবে৷ ঠিক কুড়ি বছর পরে তিতাসের যখন অবশেষে বিয়ে ঠিক হয়, এবার বহু প্রতীক্ষিত প্ল্যান সফল করার পালা।
আরও পড়ুন: খুনই করা হয়েছিল সুশান্তকে? রিয়ার পোস্ট ঘিরে 'রহস্য'
বহু অপেক্ষার গোয়ার ট্রিপ। চার বন্ধু প্ল্যান মতো গোয়ায় গিয়ে পৌঁছলেও, শুরু থেকেই ঘটতে থাকে একের পর এক বিপত্তি। প্রথমেই গোয়ায় গিয়ে রনিতার স্বামী তারকা রাজনীতিবিদ অর্পণের সঙ্গে ঝামেলার ফলে হোটেল ছাড়া হতে হয় ওদের।এরপর ভিলাতে ঘটে যাওয়া এক মৃত্যুতে তাদের জীবনে নেমে আসে ভয়াবহ বিপদ। মৃতদেহ নিয়ে কী করবে, কোথায় যাবে বুঝে উঠতে পারে না তারা।
আরও পড়ুন: খোলামেলা পোশাকে ফ্যাশনিস্তা জয়া! নেটিজেনদের 'উষ্ণ' মন্তব্যে ভরল কমেন্ট বক্স
অন্যদিকে গোয়ার ফেরারী আসামী আন্ডারটেকারের খোঁজে সক্রিয় হয়ে ওঠা পুলিশও জড়িয়ে পড়ে তাদের সঙ্গে। পরতে পরতে বদলে যেতে থাকে গল্পের প্রতিটি অধ্যায়৷ শেষমেশ 'অলক্ষ্মীরা', অর্থাৎ তিতাস, রনিতা, হৈ এবং বর্ষা কি পারবে সমস্ত সঙ্কট কাটিয়ে বেরিয়ে, তাদের বন্ধুত্ব উদযাপন করতে? আদৌ আপনজনেদের কাছে কলকাতায় ফিরতে পারবে সকলে? এই সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই।
পরিচালক জয়দীপ বন্দোপাধ্যায় জানালেন, "৫ বছর আগে ভাবা একটা গল্প, ২ বছর ধরে যেটা আমি বানানোর চেষ্টা করছি, সেই সুবাদে যত দিক দিয়ে যত রকম বাধা আসতে পারে, সে সবই এসেছে এবং সমস্তটা পেরিয়ে সিরিজটা অবশেষে আগামী মাসে পর্দায় আসতে চলেছে। ফলে আমি আপাতত খুবই স্বস্তিতে এবং একই সঙ্গে ভীষণ উত্তেজিত।"
তিনি আরও যোগ করলেন, "আমাদের অলক্ষীরা পর্দার সামনে এবং পেছনে একই রকম প্রভাবশালী। টলিউডের পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে অনেক কথা হয়, আমাদের সেটে কিন্তু পুরোদস্তুর মাতৃতন্ত্র চলেছে!"