scorecardresearch
 

Eken Babu New Series: ফের রহস্য সমাধান করবে একেন বাবু, আসছে নতুন সিরিজ! এবার কোন কোন চমক থাকছে?

Eken Babu Detective Story: দর্শকদের জন্য রয়েছে সুখবর। টলিপাড়া সূত্রের খবর, একেন বাবু ফ্রাঞ্চাইজির অষ্টম সিজন আসছে হইচই-তে। এবারও সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়।

Advertisement
একেন বাবু- অনির্বাণ চক্রবর্তী একেন বাবু- অনির্বাণ চক্রবর্তী

গত কয়েক বছর ধরে ব্যোমকেশ, ফেলুদা, মিতিন মাসির পাশাপাশি আরও এক গোয়েন্দা বাঙালির মনে যথেষ্ট জায়গা করে নিয়েছে। তিনি হলেন একেন্দ্র সেন ওরফে একেন বাবু। এই চরিত্র অবলম্বনে তৈরি হয়েছে একাধিক ওয়েব সিরিজ। ওটিটি -র পর বড় পর্দাতেও অভিনেতা অনির্বাণ চক্রবর্তী একেবারে সুপারহিট। দর্শকদের জন্য রয়েছে সুখবর। ফের আসছে তাদের প্রিয় গোয়েন্দা চরিত্র, একেন বাবুর নতুন ওয়েব সিরিজ।  

টলিপাড়া সূত্রের খবর, একেন বাবু ফ্রাঞ্চাইজির অষ্টম সিজন আসছে হইচই-তে। এবারও সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। সুজন দাশগুপ্তর লেখা 'নৃত্যশিল্পীর মৃত্যু-তদন্তে একেনবাবু' গল্প অবলম্বনে চিত্রনাট্য সাজিয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত। দুঁদে গোয়েন্দা একেন বাবু,তার দুই সঙ্গী বাপ্পাদিত্য ও প্রমোথকে নিয়ে রহস্য সমাধান করবে। বাপ্পাদিত্য ও প্রমোথ চরিত্রে এবারও অভিনয় করবেন সুহত্র মুখোপাধ্যায়  ও সোমক ঘোষ। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিপাড়ার অন্যান্য চেনা মুখদের। 

শোনা যাচ্ছে, জন কথাকলি নৃত্যশিল্পীর চরিত্রে দেখা যাবে রাজনন্দিনী পালকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। সিরিজে খোকামামা চরিত্রে ফিরছেন বিশ্বজিৎ চক্রবর্তী। এছাড়াও শঙ্কর দেবনাথ ও রোজা পারমিতা দে-র মতো শিল্পীরা থাকছেন অন্যান্য চরিত্রে। সব ঠিক থাকলে সিরিজের শ্যুটিং হবে ৫ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে। শ্যুটিংয়ের বেশিরভাগটাই হবে কলকাতায়। এছাড়াও ওড়িশার পুরী, ভুবনেশ্বর, কটক সহ বেশ কয়েকটি লোকেশনে পড়বে সেট। ১৬ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে ওড়িশায়  শ্যুটিং হওয়ার কথা রয়েছে টিম একেনের।

প্রসঙ্গত, এবছরই একেন বাবু ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবির শ্যুটিং হওয়ার কথা ছিল রাশিয়াতে। তবে আপাতত স্থগিত রয়েছে সেই কাজ। শেষবার, গত ডিসেম্বর মাস নাগাদ একেবাবুকে দেখা গিয়েছিল 'টুংকুলুং এ একেন' সিরিজে। ২০১৮ সালে প্রথম দর্শকের পরিচিতি হয় একেনবাবুর সঙ্গে। এরপর দারুণ জনপ্রিয়তা পায় এই বাঙালি গোয়েন্দা। প্রথম দিকে, সৌম্য বন্দ্যোপাধ্যায়কে বাপি বাবু এবং দেবপ্রিয় বাগচীকে (বুবলি) দেখা যেত প্রমোথ চরিত্রে। পরে বড় পর্দায় একেন আসার সময় থেকে সুহত্র এবং সোমক সেই দায়িত্ব নেন। গোয়ান্দা একেনের পাশাপাশি তাঁর এই দুই সঙ্গীও ব্যাপক জনপ্রিয় হোন। তবে নতুন সিরিজটি কবে থেকে স্ট্রিমিং হবে, তা এখনও জানা জায়নি।  
 

Advertisement

 

Advertisement