Solanki Roy: বলিউড সিরিজে থাকছেন শোলাঙ্কি? বিশেষ পোস্টে নিজেই জানালেন সত্যি

Actress Solanki Roy: বর্তমানে অভিনেত্রী মন দিয়েছেন বড় পর্দা ওটিটি-র কাজে। টলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল এবার বলিউডের সিরিজে কাজ করার সুযোগ পেয়েছেন শোলাঙ্কি।

Advertisement
বলিউড সিরিজে থাকছেন শোলাঙ্কি? বিশেষ পোস্টে নিজেই জানালেন সত্যি শোলাঙ্কি রায় (ছবি: ফেসবুক)

অভিনেত্রী শোলাঙ্কি রায় টেলিভিশনের জনপ্রিয় মুখ। শেষ 'খড়কুটো ধারাবাহিকে খড়ি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। বর্তমানে অভিনেত্রী মন দিয়েছেন বড় পর্দা ওটিটি-র কাজে। টলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল এবার বলিউডের সিরিজে কাজ করার সুযোগ পেয়েছেন শোলাঙ্কি। তবে সে খবর ভুয়ো বলেই দাবি নায়িকার। 

স্টুডিয়োপাড়ায় খবর রটেছিল নীরজ পাণ্ডের নতুন সিরিজে অভিনয় করবেন শোলাঙ্কি রায়। এই নিয়ে লেখালেখি শুরু হতেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী। শোলাঙ্কি ইনস্টা স্টোরিতে লেখেন, "আমি স্পষ্ট করতে চাই যে আমি 'খাকি' টিমের অংশ নই। কিছু ভুল তথ্য দেওয়া হয়েছে। ধন্যবাদ..."

এই পোস্ট দেখে মন ভেঙেছে অভিনেত্রীর অনুগামীদের। একাধিক বাংলা ধারাবাহিক ছাড়াও 'বাবা বেবি ও' ও 'শহরের উষ্ণতম দিনে' ছবিতে সকলের মন করেছেন শোলাঙ্কি রায়। অভিনেত্রী প্রায়ই মুম্বই যান। মায়ানগরীতে তিনি নিয়মিত অডিশন দেন বলেই খবর। 

Solanki Roy

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই এক মাস ধরেই কানাঘুষো শোনা যাচ্ছে, বলিউড পরিচালক নীরজ পাণ্ডে বাংলার প্রেক্ষাপটে নতুন ওয়েব সিরিজ়ের পরিকল্পনা করেছেন। সিরিজের নাম 'খাকি:দ্য বেঙ্গল চ্যাপ্টার'। এর আগে 'খাকি: দ্য বিহার চ্যাপ্টার' তৈরি করেছিলেন পরিচালক। এবার তিনি বলবেন কলকাতার প্রেক্ষাপটে পুলিশের গল্প।  জুন মাস থেকে কলকাতায় এই সিরিজের শ্যুটিং শুরু হতে পারে।

শুধু তাই নয়, স্টুডিয়ো পাড়ার খবর, এই সিরিজে মুখ্য চরিত্রে নাকি অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ। আবার পরমব্রত চট্টোপাধ্যায় ও শাশ্বত চট্টোপাধ্যায়ের কাছেও নাকি প্রস্তাব গিয়েছে। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা- পরিচালক সকলেই। 
 


 

POST A COMMENT
Advertisement