জল্পনার মাঝেই 'সুখবর' শ্রাবন্তীর, সঙ্গে রয়েছেন সোহমও

শোনা যাচ্ছিল নানা গুঞ্জন, তার মাঝেই অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) শুরু করেছেন নতুন কাজ। এবার প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) শ্রাবন্তী ও সোহম জুটিকে দেখতে পাবেন দর্শকেরা। 'হইচই' সিজন ৪- এ 'দুজনে' সিরিজের মাধ্যমে।

Advertisement
জল্পনার মাঝেই 'সুখবর' শ্রাবন্তীর, সঙ্গে রয়েছেন সোহমওজল্পনার মাঝেই 'সুখবর' শ্রাবন্তীর, সঙ্গে রয়েছেন সোহমও (ছবি সৌজন্য: ফেসবুক)
হাইলাইটস
  • এবার ওটিটি-তে নতুন জুটি শ্রাবন্তী ও সোহম।
  • হইচই-র এই সিরিজের নাম 'দুজনে'।
  • নিজের নতুন একটি জিমও খুলেছেন অভিনেত্রী।

শোনা যাচ্ছিল নানা গুঞ্জন, তার মাঝেই অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) শুরু করেছেন নতুন কাজ। এবার প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) শ্রাবন্তী ও সোহম জুটিকে দেখতে পাবেন দর্শকেরা। 'হইচই' সিজন ৪- এ 'দুজনে' সিরিজের মাধ্যমে।

এর আগে একাধিক কমার্শিয়াল ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন শ্রাবন্তী চ্যাটার্জী ও সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। বক্স অফিসে হিট করেছে তার মধ্যে অনেকগুলি ছবি। এবার প্রথমবার তাঁরা মুখ দেখাতে চলেছেন ওটিটি প্ল্যাটফর্মে।থ্রিলারধর্মী এই সিরিজের প্রথমে নাম রাখার কথা ছিল 'ইন্টিউশন'। এরপর সেই নাম বদলে রাখা হয় 'দুজনে' (Dujone)। গত ৮ নভেম্বর থেকে শুরু হয়েছে শুটিং। স্ক্যান্ডেলের কারণে অহনা এবং অমরের দাম্পত্য জীবনে নেমে আসা ভয়াবহ কিছু ঘটনার গল্প নিয়েই তৈরি হবে এই সিরিজ। 

'দুজনে' সিরিজে শ্রাবন্তী চ্যাটার্জী ও সোহম চক্রবর্তী

ব্যক্তিগত নানা সমস্যার মাঝেই শ্রাবন্তী শুরু করছেন কাজ। টলি পাড়ায় বিগত কয়েক দিন ধরেই জল্পনা চলছে তৃতীয় বিবাহ বিচ্ছেদ হতে চলেছে অভিনেত্রীর। রাজীব বিশ্বাস, কৃষ্ণ ভি রাজ ও অবশেষে রোশন সিংহকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। কিন্তু শোনা যাচ্ছে, পুজোর পর থেকে নতুন কোনো ছবি এক সঙ্গে শেয়ার করেননি তাঁরা‌। এমনকি দুজনের সোশ্যাল মিডিয়া থেকেই সরিয়ে নিয়েছেন পুরানো অনেক ছবি। 

শুধু নতুন সিরিজে কাজ নয়, এত সমস্যার মাঝে নতুন ফিটনেস জিম খুলেছেন শ্রাবন্তী। রবিবার 'ফিটনেস এম্পায়ার' নামের এই জিমের উদ্বোধন হয়েছে। নিউ নর্মালে সপরিবারে সকলে যাতে সুস্থ এবং স্বাস্থ্যবান থাকতে পারে, তাই এই উদ্যোগ তাঁর।ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ভিডিও। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srabanti singh (@srabanti.smile) on

ওয়েব প্ল্যাটফর্মে নতুন কাজ, নতুন জিম, সব মিলিয়ে ব্যক্তিগত জীবনে অনেক টানাপোড়েন চললেও, কাজের জীবন নিয়ে আগামী বছরটা শ্রাবন্তীর খুব ভালো যাবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

 শ্রাবন্তী-সোহম জুটির পুরানো রসায়ন এই বারও পর্দায় দেখা যাবে বলে মনে করা যায়। আগামী বছর 'হইচই'-র মুক্তি পাবে 'দুজনে'। 

POST A COMMENT
Advertisement