Advertisement

kareena kapoor at Darjeeling: শিলিগুড়িতে ছেলে জেহ-র সঙ্গে করিনা, কী করছেন?

দার্জিলিংয়ে করিনা কাপুর। আর তাঁর সফরসঙ্গী ছোটো ছেলে জেহ। মঙ্গলবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন বেবো। আর নায়িকাকে দেখতে কার্যত ভিড় জমে যায় সেখানে। জেহ-র সঙ্গে ছিল তার আয়াও। কিন্তু কেন শিলিগুড়িতে এলেন বেবো? এই প্রশ্নই উঁকিঝুঁকি দিচ্ছিল অনেকের মনে। জানা গিয়েছে সইফের ঘরণী শৈলশহরে এসেছেন শুটিংয়ে। ২৮ তারিখ পর্যন্ত থাকবেন। পরিচালক সুজয় ঘোষের ওয়েব সিরিজ ডিভিশন-এর শুটিং করবেন তিনি।

kareena kapoor khan in west bengal darjeeling

Advertisement