Advertisement

Shikarpur Web Series: আসছে 'শিকারপুর', দেখুন কীভাবে শ্যুটিং করেছেন কৌশিক, অঙ্কুশ, সন্দীপ্তারা

নির্ঝর মিত্র পরিচালনায় আসছে নতুন বাংলা ওয়েব সিরিজ 'শিকারপুর'। এই সিরিজের মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে পা রাখলেন অঙ্কুশ হাজরা। প্রথমবার তাঁকে দেখা যাবে গোয়েন্দা চরিত্রে। অঙ্কুশ প্রথমবার জুটি বেঁধেছেন সন্দীপ্তা সেনের সঙ্গে। সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দেবাশিস মণ্ডল, কোরাক সামন্ত সহ টলিপাড়ার একঝাঁক চেনা মুখ। এই সিরিজ জি ফাইভে স্ট্রিমিং হবে ৬ জানুয়ারি থেকে। কীভাবে শ্যুটিং হয়েছিল 'শিকারপুর' -র? দেখুন শ্যুটিংয়ের নানা মুহূর্ত।

Shikarpur new Bangla web series starring Ankush Hazra Kaushik Ganguly Sandipta Sen.

Advertisement
POST A COMMENT