Advertisement
মনোরঞ্জন

PHOTOS: সপরিবারে বিয়ে বাড়িতে জিৎ, স্টাইলে নজর কাড়ল কন্যা নবন্যা

  • 1/13

টলিউড সুপারস্টার জিৎ ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। মাঝেমধ্যেই অভিনেতাকে দেখা যায় নিজের নানা মুডের ছবি শেয়ার করতে।
 

  • 2/13

পেশাদার জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নেন  বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা জিৎ। 
 

  • 3/13

এদিকে ফের  একবার ছোট পর্দায়  কামব্যাক করতে চলেছেন অভিনেতা জিৎ। স্টার জলসায় একটি নতুন নন-ফিকশন শো শুরু করতে চলেছেন তিনি। কিছুদিন আগেই জি বাংলায় জনপ্রিয়  রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারক হিসেবে ছিলেন তিনি। সেই রিয়্যালিটি শো শেষ হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে।  জিৎ এবার যে নন-ফিকশন শো-টি করতে চলেছেন সেটি রোম্যান্স কেন্দ্রিক বলেই খবর।
 

Advertisement
  • 4/13

ছোট পর্দার এই নন-ফিকশন  শো-এর প্রোমোও শ্যুট করে ফেলেছেন অভিনেতা।  শেষবার জিৎকে বড় পর্দায় ‘বাজি’ ছবিতে দেখা গিয়েছিল। এদিকে তাঁর প্রযোজনা সংস্থার পরবর্তী  ছবি ‘আয় খুকু আয়’। পাশাপাশি জিৎ অভিনীত ছবি ‘রাবণ’ মুক্তি পাবে চলতি বছর ঈদে। 

  • 5/13

অভিনয় ও প্রযোজনা নিয়ে ব্যস্ত থাকলেও জিৎ নিজের পরিবারকে সময় দিতে ভোলেন না। সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। যেখানে তাঁকে দেখা যাচ্ছে স্ত্রী-কন্যার সঙ্গে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে। পরিবারের সঙ্গে সেই ছবি ইতিমধ্যে জিৎ ভক্তদের মন জিতেছে। 

  • 6/13

ছবিতে নয় বছরেন নবন্যার ড্রেস সেন্স আর স্টাইল সকলের নজর কেড়েছে। 
 

  • 7/13

মেয়ের ছবি বা ভিডিও সেভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায় না জিৎকে। বলা ভালো লাইমলাইট থেকে কিছুটা দূরেই থাকে টলিউডের সুপারস্টার জিতের মেয়ে আর বউ।

Advertisement
  • 8/13

তবে কখনও কখনও মেয়ে নবন্যার সঙ্গে ছবি যে তিনি পোস্ট করেন না এমনটাও নয়। 

  • 9/13

কখনও মেয়ে নবন্যার সঙ্গে খেলায় মজে থাকতে দেখা যায় তাঁকে। কখনও আবার স্ত্রী, কন্যা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। 
 

  • 10/13

২০১১ সালের ২৪ জানুয়ারি স্কুলশিক্ষিকা মোহনা রতলানীর সঙ্গে বিয়ে হয় জিৎ-এর। ভালবাসার বিয়ে নয়। বাড়ি থেকে দেখাশোনা করেই।
 

  • 11/13

২০১২ সালের ১২ ডিসেম্বর জন্ম হয় মেয়ের। বর্তমানে সুখের সংসার তাঁদের। 
 

Advertisement
  • 12/13

আগামী ডিসেম্বরেই  অভিনেতা জিতের একমাত্র মেয়ে নবন্যার ১০ বছর পূর্ণ হতে চলেছে। 
 

  • 13/13

কাজের বাইরে  পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন জিৎ। 

Advertisement