Advertisement
মনোরঞ্জন

Swastika Mukherjee: মাধুরী, তাপসীদের সঙ্গে ফ্রেম শেয়ার করলেন স্বস্তিকা! সোশ্যালে আনন্দ ভাগ করে নিলেন নিজেই

  • 1/10

বলিউডে পা রেখেছিলেন আগেই, এবার ফ্রেম শেয়ার করলেন বলিউড গ্ল্যামার ক্যুইন মাধুরী দীক্ষিতের সঙ্গে। কথা হচ্ছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের। ওটিটি প্ল্যাটফর্মে ইতিমধ্যে স্ট্রিমিং শুরু হয়েছে এই শো-এর। 

  • 2/10

নেটফ্লিক্সের নারী দিবসের বিশেষ শো 'হর কাহানি হ্যায় জরুরি'-তে একসঙ্গে দেখা গেল তাঁদের। জীবনের গল্প শোনাবেন, সমাজের এই সফল নারীরা।

  • 3/10

নারীত্ব উদযাপনের জন্য নিবেদিত বিশেষ এই শো-তে নিজেদের গল্প বলবেন বিভিন্ন ক্ষেত্রের 'তারকা নারীরা'। মাধুরী, স্বস্তিকা ছাড়াও এখানে রয়েছেন তাপসী পান্নু, নীনা গুপ্তা, শেফালি শাহ, মাসাবা গুপ্তা, মৃণাল ঠাকুর, প্রাজাক্তা কোলি এবং অশ্বনী আইয়ার তিওয়ারি সহ আরও অনেকে। 

 

Advertisement
  • 4/10

স্বস্তিকা নিজের সোশ্যাল পেজে শেয়ার করেছেন একাধিক 'হর কাহানি হ্যায় জরুরি'-র ঝলক। সেই সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, "এই ধরনের উজ্জ্বল প্রতিভাদের সঙ্গে থাকা সম্মানের। এখানে প্রতিটি পদক্ষেপে একে অপরের জন্য উল্লাস..."  

 

  • 5/10

স্বস্তিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়ে মীর আফসার আলি একটি বিশেষ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, "খুব কম মানুষই সেই উচ্চতা অর্জন করেছে যা আপনি এত পরিশ্রমের সঙ্গে মাপতে পেরেছেন। এই চিত্রগুলি সেই সমস্ত দিনগুলির কঠোর শ্রম এবং অধ্যবসায়ের প্রমাণ...দিনের পর দিন নিরলসভাবে একা একা রেখে যাওয়া কল্পনা করতে অনেক কিছু লাগে...নিজেকে নিয়ে গর্বিত হও। খুব গর্বিত..." 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mir Afsar Ali (@mirchimir13)

  • 6/10

দীর্ঘ চার বছর ফের বড় পর্দায় জুটিতে বাঁধছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও মীর আফসার আলি। সৌজন্যে অভিজিৎ দাসের ছবি 'বিজয়ার পরে...Autumn Flies'। এর আগে 'মাইকেল' এবং 'ভূতের ভবিষৎ' ছবিতে একসঙ্গে কাজ করেছেন স্বস্তিকা ও মীর। রিলের বাইরে রিয়েল লাইফেও যে তাঁরা খুব ভাল বন্ধু এবং দু'জনের ভাল বন্ডিং, তা প্রায় সকলেরই জানা। 

  • 7/10

বোল্ড, ঠোঁটকাটা ইত্যাদি নানা তকমা রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের, টলিউড ইন্ডাস্ট্রিতে। প্রায়শই একেবারে ভিন্ন রূপে নেটিজেনদের নজর কাড়েন তিনি। 

Advertisement
  • 8/10

ওয়েস্টার্ন কিংবা ট্রাডিশনাল, সব রকম লুকেই নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করেন নায়িকা। সব ধরণের পোশাকেই তিনি সাবলীল। কিংবা বলা ভাল, তাঁকে সব রকমের পোশাকেই দিব্যি মানায়। 
 

  • 9/10

বর্তমানে টলিউড -বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই, বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও দারুণ কাজ করছেন নায়িকা। শুধু স্টাইল স্টেটমেন্ট নয়, নিজের অভিনয় দক্ষতায় তিনি বারবার জয় করেন সকলের মন। 
 

  • 10/10

সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম

Advertisement