
ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ অনন্যা বিশ্বাস। যিনি টেলিভিশনের পরিচিত খলনায়িকা।

'টাপুর টুপুর', 'যমুনা ঢাকি', 'শোলক সারি', 'বরণ', 'যোগমায়া' সহ একাধিক সিরিয়ালে কাজ করেছেন অনন্যা।

ছোটপর্দার অভিনেত্রী অনন্যা বিশ্বাসের শরীরি উত্তাপে মত্ত গোটা সোশ্যাল মিডিয়া। ছবি সৌজন্যে: স্টুডিও

তাঁর সাহসী অবতার দেখলে রাতের ঘুম উড়বে আপনার।

সবচেয়ে নজর কাড়ে অনন্যার উরু জোড়া ট্যাটু।

একটি মেয়ের মুখ আঁকা রয়েছে সেখানে। গোড়ালির উপর থেকে হাঁটু পর্যন্ত অপর একটি ট্যাটু আঁকা রয়েছে।

মাঝে মধ্যেই খোলামেলা পোশাকে তাঁর উরুর ট্যাটু নজর এড়ায় না।

পা জোড়া এই ট্যাটু দেখে নতুন করে করে বলতে হবে না, ট্যাটু প্রেমী মানুষ অনন্যা।

সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ অভিনেত্রী। প্রতিদিনই নিত্য নতুন ছবি ও ভিডিও পোস্ট করে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। ছবি সৌজন্যে: তথাগত ঘোষ

পর্দার বাইরে অনন্যা কিন্তু একদম আলাদা, পুরোপুরি বোল্ড আর বিন্দাস।

ভীষণভাবে সাহসী অনন্যা। তাঁর লাস্যময়ী ছবিগুলো দেখলে চোখ ফেরানো দায়। ছবি সৌজন্যে: তথাগত ঘোষ

অনন্যা নেগেটিভ চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্স করে দর্শক মনে দাগ কেটেছেন দীর্ঘদিন ধরে। ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম